শুক্রবার ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

যুক্তরাজ্যে ফ্লুড্রোকরটিসন বাজারজাত শুরু করল রেনেটা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫ | 184 বার পঠিত | প্রিন্ট

যুক্তরাজ্যে ফ্লুড্রোকরটিসন বাজারজাত শুরু করল রেনেটা

শেয়ারবাজারে তালিকাভুক্ত রেনেটা পিএলসি যুক্তরাজ্যের বাজারে ফ্লুড্রোকরটিসন ০.১ মি.গ্রা ট্যাবলেট উন্মোচনের ঘোষণা দিয়েছে।

কোম্পানি জানায়, এই ওষুধটি মূলত প্রাইমারি অ্যাড্রেনোকর্টিকাল ইনসাফিসিয়েন্সি (অ্যাডিসন’স ডিজিজ) এর আংশিক রিপ্লেসমেন্ট থেরাপি এবং সাল্ট-লসিং অ্যাড্রেনোজেনিটাল সিন্ড্রোম চিকিৎসার জন্য ব্যবহৃত হবে।

ওষুধটি কোম্পানির যুক্তরাজ্যের MHRA অনুমোদিত শক্তিশালী উৎপাদন কারখানা থেকে সরবরাহ করা হচ্ছে এবং Renata (UK) Limited ব্র্যান্ড নামে বাণিজ্যিকভাবে বাজারজাত করা হবে।

নতুন সুবিধা
রেনেটা জানিয়েছে, তাদের উৎপাদিত ফ্লুড্রোকরটিসন ট্যাবলেট উল্লেখযোগ্য সুবিধা দিচ্ছে। এটি ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে সাধারণ স্টোরেজ কন্ডিশনে স্থিতিশীল থাকে, যেখানে প্রতিযোগী বা উদ্ভাবক প্রতিষ্ঠানের একই ধরনের ওষুধ ২-৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেফ্রিজারেশনে সংরক্ষণ করতে হয়।

Facebook Comments Box

Posted ১২:৪৬ অপরাহ্ণ | বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com