নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৫ আগস্ট ২০২৫ | 97 বার পঠিত | প্রিন্ট
শেয়ারবাজারে আলোচিত মার্জিন রুলস নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, খসড়া মার্জিন রুলস জনগণের মতামত নেওয়ার পরই গেজেট আকারে প্রকাশ করা হবে, এর আগে কোনোভাবেই তা কার্যকর করা হবে না।
বিএসইসির ব্যাখ্যা: জনমত ছাড়া গেজেট নয়
বিএসইসি এক বিবৃতিতে জানিয়েছে, বিনিয়োগকারীর স্বার্থ সুরক্ষা ও শেয়ারবাজারে সুশাসন নিশ্চিত করাই এই নীতিমালা প্রণয়নের মূল উদ্দেশ্য। বিবৃতিতে বলা হয়, “ঋণ ব্যবস্থাপনায় ঝুঁকি হ্রাস এবং মার্জিন ফাইন্যান্সিং আরও সুশৃঙ্খল করতে এই খসড়া তৈরি হয়েছে।”
সম্প্রতি বাজারে গুঞ্জন ওঠে যে, মার্জিন রুলস ইতিমধ্যেই কার্যকর হয়েছে, তবে বিএসইসি তা স্পষ্টভাবে অস্বীকার করেছে। কমিশনের ভাষায়, “খসড়া প্রণয়নের পর নিয়ম অনুযায়ী জনগণের মতামত ও আপত্তি নেওয়া হবে। এরপর প্রয়োজনীয় পরিবর্তন এনে গেজেট আকারে প্রকাশিত হলে তবেই এটি কার্যকর হবে।”
পূর্বের সিদ্ধান্ত ও জনমত আহ্বান
উল্লেখ্য, শেয়ারবাজার টাস্কফোর্সের সুপারিশের ভিত্তিতে গত ১২ আগস্ট বিএসইসির সভায় মার্জিন রুলসের খসড়া অনুমোদন করা হয়। এরপর থেকে বিনিয়োগকারীদের মতামত গ্রহণের জন্য খসড়াটি বিএসইসির ওয়েবসাইট ও জাতীয় দৈনিকগুলোতে প্রকাশ করা হয়েছে।
Posted ১০:২৪ অপরাহ্ণ | সোমবার, ২৫ আগস্ট ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.