বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

রাহিমা ফুডের উৎপাদন কার্যক্রমে ধাক্কা: নারকেল ও কাজুবাদাম প্রক্রিয়াকরণ বন্ধ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৫ আগস্ট ২০২৫ | 129 বার পঠিত | প্রিন্ট

রাহিমা ফুডের উৎপাদন কার্যক্রমে ধাক্কা: নারকেল ও কাজুবাদাম প্রক্রিয়াকরণ বন্ধ

শেয়ারবাজারে তালিকাভুক্ত রাহিমা ফুড কর্পোরেশন লিমিটেড তাদের নারকেল তেল ও কাজুবাদাম প্রক্রিয়াকরণ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। কাঁচামাল সরবরাহ সংকট এবং বাজারে প্রত্যাশিত সাড়া না পাওয়ায় কোম্পানিটি এ সিদ্ধান্ত নিয়েছে।

রোববার (২৪ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) জিজ্ঞাসার জবাবে বিষয়টি নিশ্চিত করে প্রতিষ্ঠানটি। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২২ সালের ১৭ ফেব্রুয়ারি থেকে নারকেল তেল উৎপাদন ও বাজারজাতকরণ শুরু হয়। প্রায় তিন বছর কার্যক্রম চালানোর পরও বাজারে পণ্যটির চাহিদা প্রত্যাশিত মানে না পৌঁছানোয় টেকসই ব্যবসায়িক পরিকল্পনার অংশ হিসেবে আপাতত উৎপাদন বন্ধ রেখে নতুন কৌশল খোঁজা হচ্ছে।

অন্যদিকে, কাজুবাদাম প্রক্রিয়াকরণ কার্যক্রম শুরু হয়েছিল ২০২২ সালের ৩১ মে। শুরুর দিকে ভালো সাড়া মিললেও এ বছর প্রতিকূল আবহাওয়া ও সরবরাহ শৃঙ্খল ভাঙনের কারণে কাঁচামাল সংকট দেখা দেয়। পর্যাপ্ত মজুত না থাকায় এবং চাহিদা পূরণের সক্ষমতা না থাকায় কাজুবাদাম প্রক্রিয়াকরণও বন্ধ করার সিদ্ধান্ত নেয় কোম্পানিটি।

তবে প্রতিষ্ঠানটির দাবি, বিকল্প উৎস থেকে কাঁচামাল সংগ্রহের প্রক্রিয়া চলছে এবং তারা অচিরেই উৎপাদন পুনরায় শুরু করার আশাবাদী।

এছাড়া রাহিমা ফুড জানায়, আগেই ঘোষিত সয়াবিন ও সরিষার তেল বোতলজাত প্রকল্প দ্রুতগতিতে এগোচ্ছে। ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি ঘোষণা করা এই প্রকল্পের কাজ সম্পন্ন হলে বাজারে নতুন পণ্যের সংযোজন ঘটবে।

এদিকে উৎপাদন বন্ধের ঘোষণার প্রভাব ইতোমধ্যে শেয়ারবাজারে দেখা গেছে। ৭ জুলাই নারকেল তেল কারখানা বন্ধের ঘোষণা দেওয়ার সময় শেয়ারের দাম ছিল ৮২ টাকা ২০ পয়সা। মাত্র ২৪ কার্যদিবসে দাম দ্বিগুণেরও বেশি বেড়ে ১১ আগস্ট দাঁড়ায় ১৬৮ টাকা ৯০ পয়সায়, যা ছিল গত এক বছরের সর্বোচ্চ দর। তবে ১২ আগস্ট কাজুবাদাম উৎপাদন বন্ধের ঘোষণার পর থেকে শেয়ার লেনদেনে অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে।

 

Facebook Comments Box

Posted ৭:০২ অপরাহ্ণ | সোমবার, ২৫ আগস্ট ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com