নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫ | 236 বার পঠিত | প্রিন্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ছে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এ পরিস্থিতিতে কোম্পানিটিতে বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে সতর্কবার্তা জারি করেছে ডিএসই কর্তৃপক্ষ।
ডিএসই সূত্রে জানা গেছে, শেয়ার দরের অস্বাভাবিক উত্থান নিয়ে কোম্পানির কাছে ব্যাখ্যা চাওয়া হয়। এর উত্তরে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বৃদ্ধি পাচ্ছে। তবে ব্যাখ্যা দিতে কোম্পানির পক্ষ থেকে বিলম্ব হয়েছে বলেও জানানো হয়।
তথ্য অনুযায়ী, ৩১ জুলাই এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ার দর ছিল ৪৪ টাকা ৪ পয়সা। আর ১৭ আগস্ট লেনদেন শেষে শেয়ারের দর দাঁড়িয়েছে ৫২ টাকা ২ পয়সা। অর্থাৎ গত ১০ কার্যদিবসে কোম্পানির শেয়ারের দর বেড়েছে ৭ টাকা ৮ পয়সা বা প্রায় ১৮ শতাংশ।
ডিএসই বলছে, এ ধরনের অস্বাভাবিক দরের উত্থান বিনিয়োগকারীদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই কোম্পানিতে বিনিয়োগের আগে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দেশের প্রধান পুঁজিবাজার।
Posted ৫:৪৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.