শুক্রবার ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সেনা ইনস্যুরেন্সের বিমা সেবা প্রস্তাবে বিআইএর দ্বিমত

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৩ আগস্ট ২০২৫ | 175 বার পঠিত | প্রিন্ট

সেনা ইনস্যুরেন্সের বিমা সেবা প্রস্তাবে বিআইএর দ্বিমত

শেয়ারবাজারে তালিকাভুক্ত সেনা ইনস্যুরেন্স পিএলসি সশস্ত্র বাহিনী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিমা সেবা দেওয়ার অনুমতির জন্য আবেদন করেছে। তবে সাধারণ বীমা করপোরেশন (এসবিসি)-এর পরিবর্তে এ ধরনের সেবা প্রদানের প্রস্তাব নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে। বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) এই প্রস্তাবকে অযৌক্তিক মনে করে এর বিরোধিতা করেছে।

সম্প্রতি বিআইএ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে (আইডিআরএ) পাঠানো এক চিঠিতে জানায়, বিমাকে সরকারি, বেসরকারি, প্রাতিষ্ঠানিক বা ব্যক্তিকেন্দ্রিক বিভাগে ভাগ করা যুক্তিসঙ্গত নয়। তাদের অভিযোগ, নন-লাইফ বিমা কোম্পানির স্বার্থ জড়িত থাকা সত্ত্বেও মাত্র কয়েকটি নির্বাচিত কোম্পানির কাছ থেকে মতামত নেওয়া হয়েছে, যা প্রক্রিয়াটিকে প্রশ্নবিদ্ধ করেছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, বীমা করপোরেশন আইন, ২০১৯-এর ১৬ (১) ধারায় স্পষ্ট বলা আছে, নন-লাইফ বিমা পলিসি অবলিখনের একমাত্র কর্তৃপক্ষ সাধারণ বীমা করপোরেশন। এই অবস্থায় সেনা ইনস্যুরেন্সের আবেদনকে বিআইএ অনুপযুক্ত বলে মনে করছে।

আইডিআরএ সূত্রে জানা গেছে, সেনা ইনস্যুরেন্স সাধারণ বীমার পরিবর্তে সশস্ত্র বাহিনী ও তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিমা সেবা প্রদানের অনুমতি চেয়েছে। এ প্রেক্ষাপটে আইডিআরএ বিআইএসহ সকল স্টেকহোল্ডারের কাছে মতামত চেয়েছে।

আইডিআরএর পরামর্শক সাইফুন্নাহার সুমি জানান, বিআইএসহ বিমা খাতের সকল পক্ষের মতামত গ্রহণের প্রক্রিয়া চলছে। এখনও সব মতামত পাওয়া যায়নি। সমস্ত মতামত হাতে এলে উপযুক্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ১১:৪৩ পূর্বাহ্ণ | বুধবার, ১৩ আগস্ট ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com