রবিবার ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

আর্থিক খাতে অনিয়ম: মুন্নু সিরামিকসের চেয়ারম্যানসহ ৭ জনের বিরুদ্ধে ৮৬ কোটি টাকার মামলা আসছে

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১১ আগস্ট ২০২৫ | 168 বার পঠিত | প্রিন্ট

আর্থিক খাতে অনিয়ম: মুন্নু সিরামিকসের চেয়ারম্যানসহ ৭ জনের বিরুদ্ধে ৮৬ কোটি টাকার মামলা আসছে

আর্থিক খাতে বড় ধরনের অনিয়মের ঘটনায় মুন্নু সিরামিকসের চেয়ারম্যান ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতাসহ ৭ জনের বিরুদ্ধে সাড়ে ৮৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১১ আগস্ট) দুদকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় চারটি আলাদা মামলার অনুমোদন দেওয়া হয়। দুদকের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, দ্রুতই সংশ্লিষ্ট থানায় এসব মামলা দায়ের করা হবে।

অনুমোদিত এজাহার অনুযায়ী, উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে কোনো রেকর্ডপত্র দাখিল না করেই এবং বোর্ড সভায় উপস্থাপন ছাড়াই অভিযুক্তরা যোগসাজশে মোট ৮৬ কোটি ৫০ লাখ টাকার বেশি অর্থ আত্মসাৎ করেন।

যাদের বিরুদ্ধে মামলা অনুমোদিত হয়েছে:
১. আফরোজা খান রিতা – চেয়ারম্যান, মুন্নু সিরামিকস
২. এস এম শামসুল আরেফিন – ব্যবস্থাপনা পরিচালক, উত্তরা ফাইন্যান্স
৩. মোহাম্মদ মাইন উদ্দিন – সাবেক ভাইস প্রেসিডেন্ট
৪. কাজী আরিফুজ্জামান
৫. আরও তিনজন ঊর্ধ্বতন কর্মকর্তা, যাদের নাম এজাহারে উল্লেখ থাকবে

দুদকের এক কর্মকর্তা বলেন, “ব্যাংক ও আর্থিক খাতের শৃঙ্খলা রক্ষায় কোনো অনিয়ম সহ্য করা হবে না। প্রাথমিক অনুসন্ধানে অভিযোগ প্রমাণিত হওয়ায় মামলার অনুমোদন দেওয়া হয়েছে।”

বিশ্লেষকদের মতে, মামলার খবর বিনিয়োগকারীদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের বিরুদ্ধে এ ধরনের মামলা আর্থিক ব্যবস্থাপনায় অনিশ্চয়তা তৈরি করবে।

 

Facebook Comments Box

Posted ১০:১১ অপরাহ্ণ | সোমবার, ১১ আগস্ট ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com