শনিবার ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

৫৪৭ জন কর্মকর্তাকে চাকরিচ্যুত, আল-আরাফাহ ব্যাংক পরিচালনা পর্ষদের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১০ আগস্ট ২০২৫ | 170 বার পঠিত | প্রিন্ট

৫৪৭ জন কর্মকর্তাকে চাকরিচ্যুত, আল-আরাফাহ ব্যাংক পরিচালনা পর্ষদের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ

শেয়ারবাজারে তালিকাভুক্ত আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৫৪৭ জন চাকরিচ্যুত কর্মকর্তা প্রতিষ্ঠানটির বর্তমান পরিচালনা পর্ষদের বিরুদ্ধে দুর্নীতি ও চরম অনিয়মের অভিযোগ তুলে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ দাবি করেছেন।

রবিবার (১০ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ উপস্থাপন করেন চাকরিচ্যুত কর্মকর্তারা। তারা জানান, ২০২৫ সালের ২০ জুলাই থেকে ব্যাংক কর্তৃপক্ষ ই-মেইলের মাধ্যমে ধারাবাহিকভাবে তাদের চাকরি বাতিল করেছে। এর প্রতিবাদে তারা ২৮ জুলাই থেকে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন। তবে ৭ আগস্ট তাদের ওপর লাঠিচার্জ করা হয়, যাতে অন্তত ২০ জন গুরুতর আহত হন।

অভিযোগে বলা হয়, ব্যাংকের চেয়ারম্যান খাজা শাহরিয়ার ও নির্বাহী কমিটির চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ স্বজনপ্রীতি এবং ঘুষ গ্রহণের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করছেন। চাকরিচ্যুত কর্মকর্তাদের দাবি, গত এক বছরে প্রায় দুই শতাধিক নির্বাহী ও কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে, যাদের অধিকাংশের বিরুদ্ধে পূর্ববর্তী প্রতিষ্ঠানগুলোতে আর্থিক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে। এই নিয়োগ ব্যাংকের আর্থিক ক্ষতি সাধন করেছে এবং প্রতিষ্ঠানের সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে।

 

Facebook Comments Box

Posted ৯:২৫ অপরাহ্ণ | রবিবার, ১০ আগস্ট ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com