বৃহস্পতিবার ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

দ্বিতীয় প্রান্তিকে ইপিএস কমেছে ২৩ ব্যাংকের, ক্ষতিগ্রস্ত খাতের সংকেত

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৩ আগস্ট ২০২৫ | 220 বার পঠিত | প্রিন্ট

দ্বিতীয় প্রান্তিকে ইপিএস কমেছে ২৩ ব্যাংকের, ক্ষতিগ্রস্ত খাতের সংকেত

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত ৩৬টি ব্যাংকের মধ্যে চলতি ২০২৫ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন) পর্যন্ত ৩১টি ব্যাংক তাদের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এদের মধ্যে ২৩টি ব্যাংকের শেয়ার প্রতি আয় (EPS) কমেছে বা লোকসানে গেছে। বিষয়টি ব্যাংকিং খাতে চলমান চাপ ও সুশাসনের সংকটকে ইঙ্গিত করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আলোচ্য ২৩টি ব্যাংকের মধ্যে কোনটির কত EPS কমেছে বা লোকসান হয়েছে, নিচে বিস্তারিত তুলে ধরা হলো:

১. এবি ব্যাংক
দ্বিতীয় প্রান্তিকে লোকসান হয়েছে ১৬ টাকা ৭৮ পয়সা; আগের বছর ছিল ৪ পয়সা ইপিএস।
ছয় মাসে লোকসান হয়েছে ১৯ টাকা ৬৩ পয়সা; আগের বছর ছিল ১৬ পয়সা ইপিএস।

২. ব্যাংক এশিয়া
দ্বিতীয় প্রান্তিকে ইপিএস কমে দাঁড়িয়েছে ৯৯ পয়সা; আগের বছর ছিল ১.৬৮ টাকা।
ছয় মাসে ইপিএস ২.২৯ টাকা; আগের বছর ২.২৬ টাকা।

৩. ঢাকা ব্যাংক
দ্বিতীয় প্রান্তিকে ইপিএস হয়েছে ৩০ পয়সা, আগের বছর ছিল ৭৫ পয়সা।
ছয় মাসে ইপিএস ১.১৫ টাকা, আগের বছর ১.৫১ টাকা।

৪. ডাচ্-বাংলা ব্যাংক
দ্বিতীয় প্রান্তিকে ইপিএস হয়েছে ১৭ পয়সা, আগের বছর ছিল ৭৮ পয়সা।
ছয় মাসে ইপিএস ১.০৯ টাকা, আগের বছর ২.১১ টাকা।

৫. এক্সিম ব্যাংক
দ্বিতীয় প্রান্তিকে লোকসান হয়েছে ৮০ পয়সা, আগের বছর ছিল ৯০ পয়সা ইপিএস।
ছয় মাসে ইপিএস ১৩ পয়সা, আগের বছর ১.১৪ টাকা।

৬. ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক
দ্বিতীয় প্রান্তিকে লোকসান হয়েছে ৯.২৪ টাকা, আগের বছর ইপিএস ছিল ৪৪ পয়সা।
ছয় মাসে লোকসান হয়েছে ১৪.০১ টাকা, আগের বছর ইপিএস ৭৪ পয়সা।

৭. আইএফআইসি ব্যাংক
দ্বিতীয় প্রান্তিকে লোকসান হয়েছে ৩.২২ টাকা, আগের বছর ইপিএস ছিল ১২ পয়সা।
ছয় মাসে লোকসান ৫.৮৭ টাকা, আগের বছর ইপিএস ৩৩ পয়সা।

৮. আইসিবি ইসলামিক ব্যাংক
দ্বিতীয় প্রান্তিকে লোকসান হয়েছে ১.৮৬ টাকা, আগের বছর লোকসান ছিল ৬৫ পয়সা।
ছয় মাসে লোকসান ৩.২২ টাকা, আগের বছর লোকসান ৩.০৮ টাকা।

৯. যমুনা ব্যাংক
দ্বিতীয় প্রান্তিকে ইপিএস ১.৪০ টাকা, আগের বছর ১.৫৩ টাকা।
ছয় মাসে ইপিএস ৩.৩১ টাকা, আগের বছর ৩.২৮ টাকা।

১০. মার্কেন্টাইল ব্যাংক
দ্বিতীয় প্রান্তিকে ইপিএস ৯৮ পয়সা, আগের বছর ১.২৫ টাকা।
ছয় মাসে ইপিএস ১.৮২ টাকা, আগের বছর ১.৯৮ টাকা।

১১. মিডল্যান্ড ব্যাংক
দ্বিতীয় প্রান্তিকে ইপিএস ২ পয়সা, আগের বছর ৩২ পয়সা।
ছয় মাসে ইপিএস ১৮ পয়সা, আগের বছর ৪৩ পয়সা।

১২. মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক
দ্বিতীয় প্রান্তিকে ইপিএস ৩২ পয়সা, আগের বছর ৩৮ পয়সা।
ছয় মাসে ইপিএস ১.১৮ টাকা, আগের বছর ১.১৬ টাকা।

১৩. ন্যাশনাল ব্যাংক
দ্বিতীয় প্রান্তিকে লোকসান ২.৩৮ টাকা, আগের বছর ৫১ পয়সা লোকসান।
ছয় মাসে লোকসান ৩.০৬ টাকা, আগের বছর ১.৯৯ টাকা লোকসান।

১৪. এনআরবি ব্যাংক
দ্বিতীয় প্রান্তিকে লোকসান ১.২৯ টাকা, আগের বছর ইপিএস ১৩ পয়সা।
ছয় মাসে লোকসান ১.২৪ টাকা, আগের বছর ইপিএস ১৫ পয়সা।

১৫. এনআরবিসি ব্যাংক
দ্বিতীয় প্রান্তিকে ইপিএস ০৩ পয়সা, আগের বছর ২৯ পয়সা।
ছয় মাসে ইপিএস ৮ পয়সা, আগের বছর ৭৩ পয়সা।

১৬. ওয়ান ব্যাংক
দ্বিতীয় প্রান্তিকে ইপিএস ৩৪ পয়সা, আগের বছর ৭৪ পয়সা।
ছয় মাসে ইপিএস ৮৫ পয়সা, আগের বছর ১.১২ টাকা।

১৭. রূপালী ব্যাংক
দ্বিতীয় প্রান্তিকে ইপিএস ৭ পয়সা, আগের বছর ৪২ পয়সা।
ছয় মাসে ইপিএস ২০ পয়সা, আগের বছর ৮৯ পয়সা।

১৮. এসবিএসি ব্যাংক
দ্বিতীয় প্রান্তিকে ইপিএস ০৫ পয়সা, আগের বছর ২৩ পয়সা।
ছয় মাসে ইপিএস ১৪ পয়সা, আগের বছর ৪৬ পয়সা।

১৯. শাহজালাল ইসলামী ব্যাংক
দ্বিতীয় প্রান্তিকে ইপিএস ১.৪৩ টাকা, আগের বছর ১.৫০ টাকা।
ছয় মাসে ইপিএস ২.৪৭ টাকা, আগের বছর ২.৫৯ টাকা।

২০. সোস্যাল ইসলামী ব্যাংক
দ্বিতীয় প্রান্তিকে লোকসান ২.৯৩ টাকা, আগের বছর ইপিএস ৩৩ পয়সা।
ছয় মাসে লোকসান ৪.৩৩ টাকা, আগের বছর ইপিএস ৫০ পয়সা।

২১. ট্রাস্ট ব্যাংক
দ্বিতীয় প্রান্তিকে ইপিএস ১.১৫ টাকা, আগের বছর ১.১৭ টাকা।
ছয় মাসে ইপিএস ১.৪৬ টাকা, আগের বছর ১.৫৩ টাকা।

২২. ইউসিবি
দ্বিতীয় প্রান্তিকে ইপিএস ৮ পয়সা, আগের বছর ৪১ পয়সা।
ছয় মাসে ইপিএস ১২ পয়সা, আগের বছর ৮২ পয়সা।

২৩. উত্তরা ব্যাংক
দ্বিতীয় প্রান্তিকে ইপিএস ৫৮ পয়সা, আগের বছর ১.৪২ টাকা।
ছয় মাসে ইপিএস ১.৮২ টাকা, আগের বছর ২.০০ টাকা।

এই ব্যাংকগুলোর আর্থিক পারফরম্যান্সে অবনতি মূলতঃ ঋণখেলাপি বৃদ্ধি, উচ্চ আমানত খরচ, বিনিয়োগে মুনাফা কমে যাওয়া এবং নিয়ন্ত্রক সংস্থার কঠোর নিয়মের কারণে হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

Facebook Comments Box

Posted ১:৪০ অপরাহ্ণ | রবিবার, ০৩ আগস্ট ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com