নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ | 203 বার পঠিত | প্রিন্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৫) ব্যাংকটির শেয়ার প্রতি লোকসান (LPS) হয়েছে ৭৮ পয়সা, যেখানে আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (EPS) ছিল ৭৬ পয়সা।
অর্থবছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন’২৫) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান দাঁড়িয়েছে ৮৩ পয়সা, যা আগের বছর ছিল ৯৮ পয়সা আয়।
তবে এই প্রান্তিকে নগদ প্রবাহ (NOCFPS) বেড়ে দাঁড়িয়েছে প্রতি শেয়ারে ১৫ টাকা ৮৯ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ১৪ টাকা ৭৫ পয়সা।
৩০ জুন, ২০২৫ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAV) দাঁড়িয়েছে ২১ টাকা ৪৫ পয়সা।
Posted ১০:১৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.