নিজস্ব প্রতিবেদক | বুধবার, ৩০ জুলাই ২০২৫ | 180 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক:
শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা দিয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
এর আগের বছর, অর্থাৎ ২০২৩ সালেও কোম্পানিটি একই হারে ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। ফলে চলতি বছরও লভ্যাংশ নীতিতে ধারাবাহিকতা বজায় রেখেছে সন্ধানী লাইফ।
প্রকাশিত আর্থিক প্রতিবেদনের তথ্যমতে, আলোচ্য বছরে (২০২৪) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৫ পয়সা। আগের বছরও কোম্পানিটির ইপিএস ছিল প্রায় একই রকম। তবে শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল তুলনামূলকভাবে দুর্বল, যা দাঁড়িয়েছে ২৯ পয়সা। অর্থাৎ কোম্পানিটির পরিচালন কার্যক্রম থেকে উৎপন্ন নগদ অর্থের প্রবাহ তুলনামূলকভাবে সীমিত ছিল।
অন্যদিকে, ২০২৪ সালের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৮ টাকা ৩১ পয়সা, যা কোম্পানিটির আর্থিক ভিত্তি দৃঢ় থাকার ইঙ্গিত দেয়।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২৫ সেপ্টেম্বর, ২০২৫, বৃহস্পতিবার, সকাল ১১টা ৩০ মিনিটে। সভাটি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আয়োজন করা হবে। এজিএমে অংশগ্রহণের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ আগস্ট, ২০২৫।
বিশ্লেষকদের মতে, ইপিএসের তুলনায় ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড গ্রহণযোগ্য হলেও দুর্বল ক্যাশ ফ্লো কোম্পানিটির তরলতা ও ভবিষ্যৎ লভ্যাংশ সক্ষমতা নিয়ে কিছুটা উদ্বেগ তৈরি করতে পারে। তবে এনএভি অনুপাতে কোম্পানিটির শেয়ার দর এখনও তুলনামূলকভাবে সাশ্রয়ী পর্যায়ে রয়েছে।
Posted ১০:১৭ পূর্বাহ্ণ | বুধবার, ৩০ জুলাই ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.