নিজস্ব প্রতিবেদক | বুধবার, ৩০ জুলাই ২০২৫ | 265 বার পঠিত | প্রিন্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ৩০ জুন, ২০২৫ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এপ্রিল-জুন’২৫ প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (LPS) হয়েছে ৩ টাকা ২ পয়সা, যেখানে আগের বছরের একই সময়ে লোকসান ছিল ৪৩ পয়সা। লোকসানের পরিমাণ ৬ গুণের বেশি বেড়েছে, যা কোম্পানির আর্থিক অবস্থার অবনতি নির্দেশ করে।
২০২৫ সালের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) মোট শেয়ার প্রতি লোকসানও দাঁড়িয়েছে ৩ টাকা ২ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ৮৭ পয়সা। অর্থাৎ, কোম্পানিটি এই অর্থবছরের শুরু থেকেই ধারাবাহিকভাবে লোকসানে রয়েছে।
নগদ প্রবাহেও নেতিবাচক পরিস্থিতি দেখা গেছে। ছয় মাসে প্রতি শেয়ারে ক্যাশ ফ্লো হয়েছে মাইনাস ১ টাকা ৭৭ পয়সা, যেখানে আগের বছর তা ছিল ৭২ পয়সা (প্লাস)। এটি কোম্পানির তরল সম্পদের ঘাটতি এবং অপারেটিং কার্যক্রমে সমস্যা নির্দেশ করে।
সবচেয়ে উদ্বেগজনক দিক হচ্ছে কোম্পানির প্রতি শেয়ারে নিট দায় (Net Liability per Share)। ৩০ জুন, ২০২৫ তারিখে এ পরিমাণ দাঁড়িয়েছে ২৮ টাকা ২১ পয়সা, যা অর্থাৎ কোম্পানির ঋণ দায় অনেক বেশি, এমনকি মূলধন ও সম্পদের চেয়েও।
বে-লিজিংয়ের আর্থিক প্রতিবেদন স্পষ্টভাবে কোম্পানিটির গভীর সংকটকে তুলে ধরেছে। ক্রমাগত লোকসান, নগদ প্রবাহে ঘাটতি এবং বিপুল নিট দায় বিনিয়োগকারীদের জন্য উচ্চ ঝুঁকি ও সতর্কবার্তা বহন করে। এই পরিস্থিতিতে কোম্পানির জন্য পুনর্গঠনমূলক উদ্যোগ নেওয়া জরুরি হয়ে পড়েছে। অন্যদিকে, বিনিয়োগকারীদের জন্য এ কোম্পানি আপাতত উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচ্য।
Posted ১০:০১ পূর্বাহ্ণ | বুধবার, ৩০ জুলাই ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.