নিজস্ব প্রতিবেদক | বুধবার, ৩০ জুলাই ২০২৫ | 221 বার পঠিত | প্রিন্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক লিমিটেড ৩০ জুন, ২০২৫ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৫৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২২ পয়সা। অর্থাৎ ইপিএসে ১২৭ শতাংশ প্রবৃদ্ধি ঘটেছে।
অর্থবছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন ২০২৫) কোম্পানিটির মোট ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা, যেখানে আগের বছর একই সময়ে ছিল ৯১ পয়সা।
তবে আশাব্যঞ্জক ইপিএস বৃদ্ধির বিপরীতে, নগদ প্রবাহে (OCFPS) এসেছে বড় ধরনের নেতিবাচক পরিবর্তন। ছয় মাসে প্রতি শেয়ারে নগদ প্রবাহ হয়েছে মাইনাস ২ টাকা ৩৯ পয়সা, যেখানে আগের বছর তা ছিল প্লাস ২ টাকা ৭ পয়সা। এই বিপরীত প্রবণতা কোম্পানিটির তারল্য ব্যবস্থাপনায় চাপ নির্দেশ করে।
২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত প্রতি শেয়ারে নিট সম্পদ মূল্য (NAV) দাঁড়িয়েছে ২৪ টাকা ৩৩ পয়সা, যা তুলনামূলকভাবে শক্ত ভিত নির্দেশ করে।
সাউথইস্ট ব্যাংকের দ্বিতীয় প্রান্তিকে আয় বৃদ্ধি বিনিয়োগকারীদের জন্য স্বস্তিদায়ক হলেও নগদ প্রবাহের গুরুতর নেতিবাচকতা ভবিষ্যতের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ হবে—এই নগদ ঘাটতির উৎস বিশ্লেষণ ও কোম্পানির পরবর্তী করণীয় পর্যবেক্ষণ করা। সঠিক নগদ প্রবাহ ছাড়া আয় টেকসই নয়—এ বিষয়টি বাজারে এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
Posted ৯:৪৪ পূর্বাহ্ণ | বুধবার, ৩০ জুলাই ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.