নিজস্ব প্রতিবেদক | বুধবার, ৩০ জুলাই ২০২৫ | 141 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান মিডল্যান্ড ব্যাংক লিমিটেড ৩০ জুন, ২০২৫ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে মাত্র ২ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ৩২ পয়সা। অর্থাৎ ইপিএস কমেছে ৩০ পয়সা বা প্রায় ৯৪ শতাংশ।
অর্থবছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন, ২০২৫) মোট ইপিএস দাঁড়িয়েছে ১৮ পয়সা, যেখানে আগের বছর ছিল ৪৩ পয়সা। এই হিসাবে ২৫ পয়সা বা প্রায় ৫৮ শতাংশ হ্রাস পেয়েছে ইপিএস।
এছাড়া, চলতি ছয় মাসে প্রতি শেয়ারে ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৮২ পয়সা, যা আগের বছরের ৪ টাকা ৭২ পয়সা থেকে ৮৩ শতাংশ কম।
২০২৫ সালের ৩০ জুন তারিখে কোম্পানির প্রতি শেয়ারে নিট সম্পদ মূল্য (NAV) দাঁড়িয়েছে ১৪ টাকা ৫৫ পয়সা, যা কোম্পানির স্থিতিশীল সম্পদভিত্তিকে ইঙ্গিত দিলেও আয়ের ধীরগতি বিনিয়োগকারীদের জন্য উদ্বেগের।
মিডল্যান্ড ব্যাংকের ইপিএস ও ক্যাশ ফ্লো উভয়ই উল্লেখযোগ্যভাবে হ্রাস পাওয়ায় কোম্পানির পরিচালন দক্ষতা ও মুনাফার প্রবৃদ্ধি নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে। ভবিষ্যতের ডিভিডেন্ড সম্ভাবনাও দুর্বল হতে পারে যদি এ ধারা অব্যাহত থাকে।
Posted ৯:৩৬ পূর্বাহ্ণ | বুধবার, ৩০ জুলাই ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.