নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ | 195 বার পঠিত | প্রিন্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের শীর্ষস্থানীয় কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড চলতি ২০২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ৬০০ শতাংশ অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
এই অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণার জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ আগস্ট, ২০২৫।
প্রসঙ্গত, আগের বছর অর্থাৎ ২০২৪ সালের একই সময়ে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১,০০০ শতাংশ অন্তর্বর্তী ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। ফলে এবারের লভ্যাংশ তুলনামূলকভাবে কম হলেও, কোম্পানিটির ধারাবাহিক মুনাফা ও লভ্যাংশ নীতির প্রতিফলন বহন করে।
📌 উল্লেখযোগ্য: ম্যারিকো বাংলাদেশ সাধারণত বছরে কয়েক ধাপে অন্তর্বর্তী লভ্যাংশ প্রদান করে থাকে। এ কারণে বছরের পরবর্তী সময়ে আরও লভ্যাংশ ঘোষণার সম্ভাবনা রয়েছে, যা বিনিয়োগকারীদের জন্য ইতিবাচক বার্তা হতে পারে।
Ask ChatGPT
Posted ১১:১১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.