নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ | 146 বার পঠিত | প্রিন্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড ৩০ জুন, ২০২৫ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (EPS) হয়েছে ১ টাকা ৫৩ পয়সা, যেখানে আগের বছরের একই সময়ে লোকসান ছিল ১ টাকা ৪৩ পয়সা। অর্থাৎ, লোকসান আরও ১০ পয়সা বেড়েছে।
অর্থবছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন ২০২৫) কোম্পানিটির মোট শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৬০ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৩৩ পয়সা।
এদিকে দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থপ্রবাহ (OCFPS) হয়েছে ৮৯ পয়সা, যেখানে আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৪৯ পয়সা।
সবচেয়ে উদ্বেগজনক দিক হলো— ৩০ জুন, ২০২৫ তারিখে শেয়ার প্রতি নিট দায় (Net Liability per Share) দাঁড়িয়েছে ৬৪ টাকা ৬২ পয়সা, যা কোম্পানিটির তীব্র আর্থিক সংকট ও ঋণভার বোঝায়।
ধারাবাহিক লোকসান এবং নেতিবাচক নিট সম্পদের পরিবর্তে বিপুল নিট দায় বিনিয়োগকারীদের জন্য বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
Posted ৮:৫৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.