নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ | 183 বার পঠিত | প্রিন্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ডিবিএইচ ফাইন্যান্স লিমিটেড ৩০ জুন, ২০২৫ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত তথ্যমতে, ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ৩০ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ১৬ পয়সা। অর্থাৎ, প্রান্তিক ভিত্তিতে আয় বেড়েছে ১৪ পয়সা।
অর্থবছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন ২০২৫) কোম্পানির সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ৭ পয়সা, যা গত বছরের একই সময় ছিল ২ টাকা ১ পয়সা। এতে দেখা যাচ্ছে, অর্ধবার্ষিক আয়েও ইতিবাচক প্রবৃদ্ধি রয়েছে।
বিশেষ দৃষ্টিগোচর বিষয় হলো, দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো (OCFPS) দাঁড়িয়েছে ১৮ টাকা ৮ পয়সা, যেখানে আগের বছর এই সময় এটি ছিল মাইনাস ৩ টাকা ৫৯ পয়সা। অর্থাৎ, নগদ প্রবাহে বিশাল পরিবর্তন এসেছে এবং এটি কোম্পানির অর্থপ্রবাহ ব্যবস্থাপনায় বড়সড় ইতিবাচক ইঙ্গিত দেয়।
৩০ জুন ২০২৫ পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) দাঁড়িয়েছে ৪৬ টাকা ৯৩ পয়সা, যা তুলনামূলকভাবে খাতের অন্যান্য কোম্পানির তুলনায় যথেষ্ট শক্তিশালী বলে ধরা যায়।
ডিবিএইচ ফাইন্যান্সের মুনাফা স্থিতিশীলভাবে বাড়ছে এবং সর্বোপরি নগদ প্রবাহে উল্লেখযোগ্য অগ্রগতি লক্ষণীয়। তীব্র নেতিবাচক ক্যাশ ফ্লো থেকে ইতিবাচক ও উচ্চপর্যায়ের প্রবাহে উত্তরণ কোম্পানির আর্থিক স্থিতি ও পরিচালন দক্ষতার ইঙ্গিত দেয়। এছাড়া উচ্চ এনএভি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে।
Posted ৬:৫৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.