নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ | 226 বার পঠিত | প্রিন্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি রিপাবলিক ইন্স্যুরেন্স লিমিটেড ৩০ জুন, ২০২৫ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
২০২৫ সালের এপ্রিল-জুন সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৬৩ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৬০ পয়সা। অর্থাৎ, দ্বিতীয় প্রান্তিকে মুনাফা সামান্য বেড়েছে।
তবে ছয় মাসে (জানুয়ারি-জুন ২০২৫) কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ৭ পয়সা, যেখানে আগের বছর ছিল ১ টাকা ১৩ পয়সা। ফলে অর্ধবার্ষিক আয়ে কিছুটা হ্রাস লক্ষ্য করা যাচ্ছে।
অপারেটিং কার্যক্রম থেকে প্রাপ্ত শেয়ার প্রতি নগদ অর্থপ্রবাহ (OCFPS) আশঙ্কাজনকভাবে কমে দাঁড়িয়েছে মাত্র ৩ পয়সা, যেখানে আগের বছর ছিল ৭১ পয়সা। অর্থাৎ, কোম্পানির নগদ প্রবাহে বড় ধাক্কা লেগেছে।
তবে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) ২০২৫ সালের ৩০ জুন তারিখে দাঁড়িয়েছে ১৮ টাকা ৮৯ পয়সা, যা তুলনামূলকভাবে স্থিতিশীল একটি ভিত্তি নির্দেশ করে।
রিপাবলিক ইন্স্যুরেন্স দ্বিতীয় প্রান্তিকে মুনাফা বাড়াতে পারলেও ছয় মাসের সার্বিক মুনাফা কমেছে এবং ক্যাশ ফ্লো উল্লেখযোগ্যভাবে নেমে গেছে। এতে কোম্পানির কার্যকর নগদ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠতে পারে, যদিও এনএভি সন্তোষজনক।
Posted ৬:৩০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.