নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ | 191 বার পঠিত | প্রিন্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক লিমিটেড ৩০ জুন, ২০২৫ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ৫৪ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ১ টাকা ২৫ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রান্তিক ভিত্তিক ইপিএস বেড়েছে ২৩.২ শতাংশ।
অর্থবছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন ২০২৫) ব্র্যাক ব্যাংকের সমন্বিত ইপিএস দাঁড়িয়েছে ৩ টাকা ৫৬ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২ টাকা ৬২ পয়সা। এতে করে কোম্পানির অর্ধবার্ষিক মুনাফায় ৩৫.৮ শতাংশ প্রবৃদ্ধি দেখা গেছে।
ক্যাশ ফ্লো বা নগদ প্রবাহের দিক থেকে কোম্পানিটি আরও ভালো করেছে। ছয় মাস শেষে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ৪৪ টাকা ২৪ পয়সা, যা আগের বছর ছিল ৩০ টাকা ৯৯ পয়সা—প্রায় ১৩ টাকা বা ৪২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এছাড়া, ৩০ জুন, ২০২৫ তারিখে ব্র্যাক ব্যাংকের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (Net Asset Value per Share – NAVPS) দাঁড়িয়েছে ৪২ টাকা ২২ পয়সা।
ব্যাংকটির এমন ধারাবাহিক আয় বৃদ্ধিকে ইতিবাচক হিসেবে দেখছেন বাজার বিশ্লেষকরা। তারা বলছেন, মূলত সুদ আয়ের পরিমাণ বাড়া, ব্যয় নিয়ন্ত্রণ এবং ডিজিটাল ব্যাংকিংয়ে অগ্রগতির ফলে ব্র্যাক ব্যাংক শক্ত অবস্থান ধরে রেখেছে।
Posted ৭:৫৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.