নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৮ জুলাই ২০২৫ | 124 বার পঠিত | প্রিন্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান প্রগতী ইন্স্যুরেন্স ৩০ জুন, ২০২৫ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ২ টাকা ৩৩ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৩০ পয়সা। অর্থাৎ বছরে বছর ইপিএস বেড়েছে মাত্র ৩ পয়সা, যা ইপিএসে স্থিতিশীলতা নির্দেশ করে।
তবে শেয়ার প্রতি নগদ প্রবাহ বা ক্যাশ ফ্লোয়ের ক্ষেত্রে কোম্পানিটি পিছিয়েছে। প্রথম দুই প্রান্তিকে ক্যাশ ফ্লো হয়েছে মাইনাস ৬০ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৩৭ পয়সা। অর্থাৎ কোম্পানিটির কার্যক্রম থেকে নগদ প্রবাহে উল্লেখযোগ্য নেতিবাচক পরিবর্তন ঘটেছে।
৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) দাঁড়িয়েছে ৫৩ টাকা ৫৪ পয়সা, যা গত বছরের তুলনায় তুলনামূলকভাবে শক্ত ভিত্তির ইঙ্গিত দেয়।
বাজার বিশ্লেষকরা মনে করছেন, ইপিএস তুলনামূলকভাবে স্থিতিশীল থাকলেও ক্যাশ ফ্লো নেতিবাচক হয়ে যাওয়ায় কোম্পানিটির স্বল্পমেয়াদি আর্থিক ব্যবস্থাপনায় কিছুটা চাপে পড়তে পারে। তবে শক্তিশালী নিট সম্পদ মূল্য বিনিয়োগকারীদের আস্থার পক্ষে সহায়ক হতে পারে।
Posted ১০:৩৮ অপরাহ্ণ | সোমবার, ২৮ জুলাই ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.