নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৮ জুলাই ২০২৫ | 161 বার পঠিত | প্রিন্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ৩০ জুন, ২০২৫ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। রোববার (২৮ জুলাই) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় এ প্রতিবেদন অনুমোদন করা হয়।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এপ্রিল-জুন’২৫ প্রান্তিকে ইউসিবির সমন্বিত শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৮ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪৩ পয়সা। অর্থাৎ ইপিএস কমেছে ৩৫ পয়সা বা প্রায় ৮২ শতাংশ।
অর্থবছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন’২৫) সমন্বিত ইপিএস দাঁড়িয়েছে ১২ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ৮২ পয়সা। ছয় মাসে ইপিএস কমেছে ৭০ পয়সা বা প্রায় ৮৫ শতাংশ।
তবে এ সময়ে ইউসিবির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো বেড়ে দাঁড়িয়েছে ১৩ টাকা ৩৩ পয়সা, যা আগের বছর ছিল ৬ টাকা ৪৬ পয়সা। অর্থাৎ ক্যাশ ফ্লো বেড়েছে দ্বিগুণেরও বেশি।
৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) দাঁড়িয়েছে ২৫ টাকা ৭৪ পয়সা।
ব্যাংকটির উল্লেখযোগ্য ক্যাশ ফ্লো বৃদ্ধির বিপরীতে ইপিএসের বড় ধরনের পতন বিনিয়োগকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।
Posted ৯:৩৩ অপরাহ্ণ | সোমবার, ২৮ জুলাই ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.