নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৮ জুলাই ২০২৫ | 245 বার পঠিত | প্রিন্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি এক্সপ্রেস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩০ জুন, ২০২৫ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানির আর্থিক প্রতিবেদনে মিশ্র চিত্র উঠে এসেছে—যেখানে ইপিএস কিছুটা কমলেও ক্যাশ ফ্লো বেড়েছে উল্লেখযোগ্যভাবে।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এপ্রিল-জুন ২০২৫ মেয়াদে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ১৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২০ পয়সা। অর্থাৎ বছরে বছরে দ্বিতীয় প্রান্তিকে ইপিএস কমেছে ৩০ শতাংশের বেশি।
অর্থবছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন ২০২৫) এক্সপ্রেস ইন্স্যুরেন্সের সম্মিলিত ইপিএস হয়েছে ৪৩ পয়সা, যেখানে গত বছরের একই সময়ে তা ছিল ৫১ পয়সা।
তবে এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ প্রবাহ (OCFPS) হয়েছে ৭৮ পয়সা, যা গত বছরের ১৪ পয়সা থেকে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এটি কোম্পানির কার্যকর ক্যাশ ম্যানেজমেন্টের ইঙ্গিত দেয়।
২০২৫ সালের ৩০ জুন তারিখে এক্সপ্রেস ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (NAV) দাঁড়িয়েছে ১৮ টাকা ১৪ পয়সা।
বিশ্লেষকদের মতে, ইপিএসে সাময়িক পতন থাকলেও কোম্পানির শক্তিশালী ক্যাশ ফ্লো ভবিষ্যতের সম্ভাবনার ইঙ্গিত দেয়, যা বিনিয়োগকারীদের আস্থায় ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
Posted ৬:২৫ অপরাহ্ণ | সোমবার, ২৮ জুলাই ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.