নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৮ জুলাই ২০২৫ | 314 বার পঠিত | প্রিন্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত ছয়টি কোম্পানি চলতি ২০২৫ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার জন্য বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। সভায় কোম্পানিগুলোর শেয়ারপ্রতি আয় (ইপিএস) ও অন্যান্য গুরুত্বপূর্ণ আর্থিক তথ্য প্রকাশ করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানগুলো হলো:
১. ঢাকা ইন্স্যুরেন্স
২. বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআইসি)
৩. ফিনিক্স ইন্স্যুরেন্স
৪. মার্কেন্টাইল ইন্স্যুরেন্স
৫. গ্লোবাল ইন্স্যুরেন্স
৬. ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক
সূত্র জানায়, বোর্ড সভাগুলো যথাক্রমে ৩০ জুলাই (মঙ্গলবার) এবং ৩১ জুলাই (বুধবার) অনুষ্ঠিত হবে।
৩০ জুলাই, ২০২৫ (মঙ্গলবার)
🔹 বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির বোর্ড সভা দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
🔹 গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানির সভা বিকাল ৩টায় বসবে।
🔹 ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংকের বোর্ড সভাও একই দিন বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
৩১ জুলাই, ২০২৫ (বুধবার)
🔹 মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানির বোর্ড সভা অনুষ্ঠিত হবে বিকাল ২টা ৪৫ মিনিটে।
🔹 ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানির সভা বসবে বিকাল ৩টায়।
🔹 ফিনিক্স ইন্স্যুরেন্সের বোর্ড সভা অনুষ্ঠিত হবে বিকাল ৪টায়।
প্রতিটি কোম্পানির বোর্ড সভায় নির্ধারিত তারিখে দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি সংশ্লিষ্ট প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (EPS), শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (NAV) এবং শেয়ারপ্রতি নগদ প্রবাহ (OCFPS) প্রকাশ করা হবে।
Posted ৬:১০ অপরাহ্ণ | সোমবার, ২৮ জুলাই ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.