নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৬ জুলাই ২০২৫ | 147 বার পঠিত | প্রিন্ট
ন্যাশনাল টি কোম্পানির (NTC) বিরুদ্ধে উদ্দেশ্যমূলক অপপ্রচারের প্রতিবাদে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চন্ডীছড়া চা বাগানে বিক্ষোভ করেছেন শতাধিক চা-শ্রমিক। বৃহস্পতিবার (২২ জুলাই) বিকেলে বাগানের ভেতরে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নারী-পুরুষ নির্বিশেষে বিভিন্ন বয়সের শ্রমিকরা অংশ নেন।
বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি রঞ্জিত কর্মকার, সাধারণ সম্পাদক সাধন মৃধা, শ্রমিক নেতা আপন নায়েক, লিটন মুন্ডা, সুজন মৃধা, অর্পিতা ঘোষ ও ধূলি কর্মকারসহ একাধিক নেতা।
বক্তারা অভিযোগ করেন, অতীতে দুর্নীতির অভিযোগে চাকরিচ্যুত একটি স্বার্থান্বেষী চক্র শাহ হুমায়ুন কবির নামে এক ব্যক্তিকে দিয়ে ন্যাশনাল টি কোম্পানির কর্মকর্তা ও শ্রমিকদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে তারা নিয়মিত ভিত্তিতে অপবাদ ছড়াচ্ছে এবং হুমকি দিচ্ছে।
নেতারা বলেন, যখন বাগানের উৎপাদন, শ্রমিকদের জীবনমান ও কর্মপরিবেশ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে, তখন একটি চক্র সেই অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চায়। শান্তিপূর্ণ পরিবেশ অশান্ত করার অপচেষ্টা কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।
বক্তারা আরও দাবি করেন, হুমায়ুন কবির অতীতে একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তাই অবিলম্বে তাকে এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে হবে।
সমাবেশ থেকে শ্রমিকরা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হয়, তবে তারা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধসহ আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।
Posted ২:০৫ পূর্বাহ্ণ | শনিবার, ২৬ জুলাই ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.