নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৮ জুলাই ২০২১ | 396 বার পঠিত | প্রিন্ট
সূচকের উত্থানে সপ্তাহের প্রথম কার্যদিবস দেশের শেয়ারবাজারে লেনদেন শেষ হয়েছে। এদিন মূল্যসূচকের বড় উত্থান হয়েছে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। আজ ডিএসই’র প্রধান মূল্যসূচক ইতিহাসের সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র প্রধান সূচক ডিএসই-এক্স আগের দিনের তুলনায় ৫৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৬৫ পয়েন্টে উঠে এসেছে, যা ডিএসই’র ইতিহাসে সর্বোচ্চ। এর আগে ২০১৭ সালের ২৬ নভেম্বর সর্বোচ্চ অবস্থানে ছিল সূচকটি। ওই দিন সূচকটি ৬ হাজার ৩৩৬ পয়েন্টে ছিল। আজ ডিএসই-৩০ সূচক দশমিক ৩১ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩০৬ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই’র শরিয়াহ্ সূচক ২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৭৯ পয়েন্টে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া ৩৭৩টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২১০টি, কমেছে ১৫০টি এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির।
এদিন ডিএসইতে মোট ৬৯ কোটি ৪৭ লাখ ৬৮ হাজার ৪৬৫টি শেয়ার ২ লাখ ৯০ হাজার ৮৪২বার হাতবদল হয়, যার বাজারমূল্য এক হাজার ৭৯৩ কোটি ২ লাখ ৮২ হাজার ১১৩ টাকা ৯০ পয়সা।
আজ বাজার মূলধন ছিল ৫ লাখ ৩২ হাজার ৩১১ কোটি ৫৭ লাখ ১৩ হাজার ৯১২ টাকা ৩২ পয়সা।
টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ১৫২ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা এস এস স্টিলের ৫০ কোটি ৮৩ লাখ টাকার লেনদেন হয়েছে। ৩২ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ফু-ওয়াং সিরামিক।
এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- সাইফ পাওয়ারটেক, শাইনপুকুর সিরামিক, ফাস্ট বাংলাদেশ ইনকাম ফান্ড, লাফার্জহোলসিম বাংলাদেশ, অ্যাক্টিভ ফাইন, ফরচুন সুজ এবং পাওয়ার গ্রিড।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৬০ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৭১ কোটি ৭৯ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ৩২০টি প্রতিষ্ঠানের মধ্যে ১৭০টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৩৭টির এবং ১৩টির দাম অপরিবর্তিত রয়েছে।
শেয়ারবাজার২৪
Posted ১০:৫২ অপরাহ্ণ | রবিবার, ১৮ জুলাই ২০২১
sharebazar24 | sbazaradmin
.
.