নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৩ জুলাই ২০২৫ | 144 বার পঠিত | প্রিন্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত সমতা লেদার লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বিনিয়োগকারীদের সতর্ক করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। সোমবার এক সতর্কবার্তায় ডিএসই জানিয়েছে, সাম্প্রতিক সময়ে কোম্পানিটির শেয়ারের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধির পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।
ডিএসই সূত্রে জানা গেছে, শেয়ারের দরবৃদ্ধির কারণ জানতে সমতা লেদারের কাছে ব্যাখ্যা চাওয়া হয়। উত্তরে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এমন কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য জানে না, যার ভিত্তিতে শেয়ারের দর এতটা বাড়তে পারে।
তথ্যমতে, গত ২৪ জুন সমতা লেদারের শেয়ারদর ছিল ৫৪ টাকা ৫০ পয়সা। এক মাসের ব্যবধানে ২২ জুলাই লেনদেন শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৭০ টাকা ৭০ পয়সায়। অর্থাৎ এক মাসে শেয়ারটির দর বেড়েছে ১৬ টাকা ২০ পয়সা বা প্রায় ৩০ শতাংশ।
এমন অস্বাভাবিক দরবৃদ্ধি বিনিয়োগকারীদের জন্য ঝুঁকি তৈরি করতে পারে বলে মনে করছে ডিএসই। তাই বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের আগে যথাযথ বিশ্লেষণ ও সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
Posted ১১:১৫ পূর্বাহ্ণ | বুধবার, ২৩ জুলাই ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.