বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

শেয়ারবাজারে অস্বাভাবিক উত্থান: তদন্তে ডিএসই, ঝুঁকিতে বিনিয়োগকারী

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ | 258 বার পঠিত | প্রিন্ট

শেয়ারবাজারে অস্বাভাবিক উত্থান: তদন্তে ডিএসই, ঝুঁকিতে বিনিয়োগকারী

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি—স্টাইলক্রাফট ও ইয়াকিন পলিমার—এর শেয়ারদামে অস্বাভাবিক উত্থান লক্ষ্য করা যাচ্ছে। কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ ছাড়াই এমন দরবৃদ্ধিকে ঘিরে বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এ লক্ষ্যে উভয় কোম্পানির বিষয়ে পৃথক সতর্কবার্তা জারি করেছে ডিএসই কর্তৃপক্ষ।

ডিএসই সূত্রে জানা গেছে, স্টাইলক্রাফটের শেয়ার দর গত এক মাসে ৪০ শতাংশের বেশি বেড়েছে। ১৮ জুন শেয়ারটির দর ছিল ৫২ টাকা ৩০ পয়সা, যা ১৬ জুলাই লেনদেন শেষে দাঁড়িয়েছে ৭৩ টাকায়। দরবৃদ্ধির কারণ জানতে চেয়ে কোম্পানির কাছে ব্যাখ্যা চায় ডিএসই। জবাবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, শেয়ারদর বৃদ্ধির পেছনে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই।

অন্যদিকে ইয়াকিন পলিমারের শেয়ার দরও মাত্র ১৪ কার্যদিবসে ৪৩ শতাংশ বেড়ে গেছে। ২২ জুন কোম্পানিটির শেয়ার দর ছিল ১০ টাকা ৫ পয়সা, যা ১৪ জুলাইয়ে বেড়ে দাঁড়ায় ১৫ টাকায়। এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিষয়েও কোম্পানির কাছে ব্যাখ্যা দাবি করে ডিএসই। জবাবে ইয়াকিন পলিমারও জানায়, এমন দরবৃদ্ধির পেছনে তাদের কোনো অপ্রকাশিত তথ্য নেই।

ডিএসইর পর্যবেক্ষণ অনুযায়ী, কোনো ভিত্তি ছাড়া শেয়ারদামে অতিমূল্যায়ন হলে সাধারণ বিনিয়োগকারীরা ঝুঁকির মুখে পড়তে পারেন। এজন্য এসব কোম্পানিতে বিনিয়োগের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে ডিএসই।

Facebook Comments Box

Posted ১১:১৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com