নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৪ জুলাই ২০২৫ | 253 বার পঠিত | প্রিন্ট
২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের মোট রপ্তানি আয়ের ৭০ শতাংশ এসেছে মাত্র ১০টি দেশে, যা রপ্তানি বাজারে অতিরিক্ত নির্ভরতার স্পষ্ট ইঙ্গিত। বিশেষজ্ঞ ও শিল্পমালিকরা বলছেন, বাজার বহুমুখীকরণ না ঘটলে ভবিষ্যতে বড় ধরনের বাণিজ্যিক ঝুঁকি তৈরি হতে পারে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ তথ্য অনুযায়ী, সদ্য সমাপ্ত অর্থবছরে দেশের মোট রপ্তানি আয় ছিল ৪৮.২৮ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে ৩৩.৬৩ বিলিয়ন ডলার বা ৬৯.৬৯ শতাংশ এসেছে যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য, স্পেন, ফ্রান্স, ইতালি, কানাডা, ভারত, নেদারল্যান্ডস ও পোল্যান্ড থেকে।
একক বৃহত্তম বাজার যুক্তরাষ্ট্রে আয় হয়েছে ৮.৬৯ বিলিয়ন ডলার, যা মোট রপ্তানির ১৮%। এর মধ্যে তৈরি পোশাক রপ্তানি ৭.৫৪ বিলিয়ন ডলার, যা ১৩.৭৯% বেশি।
জার্মানিতে রপ্তানি ৫.২৯ বিলিয়ন ডলার (১০.৯৬%), যুক্তরাজ্যে ৪.৬২ বিলিয়ন (৯.৫৭%), স্পেনে ৩.৫৫ বিলিয়ন (৭.৩৬%), ফ্রান্সে ২.৪২ বিলিয়ন (৫%), ইতালিতে ১.৬৬ বিলিয়ন (৩.৪৫%), কানাডায় ১.৪২ বিলিয়ন (৩.০৩%), নেদারল্যান্ডসে ২.৩৫ বিলিয়ন (৪.৮৭%), পোল্যান্ডে ১.৮২ বিলিয়ন (৩.৭৮%), ভারতে ১.৭৬ বিলিয়ন (৩.৬৫%) রপ্তানি আয় হয়েছে।
র্যাপিড চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক বলেন, “বাংলাদেশের রপ্তানি এখনো মূলত তৈরি পোশাক ও চামড়ানির্ভর। বাজার বহুমুখীকরণের জন্য প্রয়োজন পণ্যের বৈচিত্র্য এবং নীতিগত সহায়তা।”
তিনি আরও বলেন, “মধ্যপ্রাচ্য বা পূর্ব এশিয়ার উদীয়মান বাজার ধরতে হলে পোশাকের বাইরেও খাদ্য, কৃষিপণ্য, প্রযুক্তিপণ্য রপ্তানি বাড়াতে হবে।”
যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক ৩৫% পাল্টা শুল্ক আরোপ নিয়ে তিনি বলেন, “এ ধরনের বাণিজ্য চাপ এড়াতে জাপান, অস্ট্রেলিয়া ও দক্ষিণ এশিয়ার বিকল্প বাজারে গুরুত্ব বাড়ানো দরকার।”
বিকেএমইএ সভাপতি ফজলে এহসান শামীম বলেন, “কয়েকটি বাজারের ওপর অতি নির্ভরশীলতা ঝুঁকিপূর্ণ। শুল্ক বাড়লে রপ্তানি হঠাৎ হোঁচট খেতে পারে, যেমনটি যুক্তরাষ্ট্রে হয়েছে।”
তিনি বলেন, “অপ্রচলিত বাজার ধরতে সরকারকে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি, শুল্কমুক্ত প্রবেশাধিকার ও ইউটিলিটি সুবিধা নিশ্চিত করতে হবে।”
স্নোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস এম খালেদ বলেন, “রপ্তানি বাড়ানো শুধু আমাদের হাতে নেই—তা নির্ভর করে বিদেশি বাজারের চাহিদা ও অর্থনীতির ওপর। তবে বিকল্প বাজার অনুসন্ধানের চেষ্টা চলছে।”
Posted ১:৫৩ অপরাহ্ণ | সোমবার, ১৪ জুলাই ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.