বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

চেয়ারম্যান পদ নিয়ে উত্তাল ইসলামী ব্যাংক: জোবায়দুর রহমানকে ঘিরে পাল্টাপাল্টি বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১১ জুলাই ২০২৫ | 264 বার পঠিত | প্রিন্ট

চেয়ারম্যান পদ নিয়ে উত্তাল ইসলামী ব্যাংক: জোবায়দুর রহমানকে ঘিরে পাল্টাপাল্টি বিক্ষোভ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ নিয়ে চরম উত্তেজনা দেখা দিয়েছে। বর্তমান চেয়ারম্যানকে অপসারণ ও নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১০ জুলাই) ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা গেছে, ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা শুরুর আগে ব্যাংকের একাংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক জোবায়দুর রহমানকে চেয়ারম্যান করার দাবিতে বিক্ষোভ করে। অন্যদিকে, আরেক পক্ষ তার অপসারণের দাবিতে মিছিল করে। বিক্ষোভকারীদের মধ্যে অধিকাংশই বহিরাগত বলে জানা গেছে।

দুই পক্ষের মুখোমুখি অবস্থানের একপর্যায়ে ধাক্কাধাক্কির সৃষ্টি হলে মতিঝিল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের অনুরোধে উভয় পক্ষ সরে গেলে বেলা আড়াইটায় পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়।

বর্তমান চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল-মাসুদ গণমাধ্যমকে জানান, পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে পূর্ণ ঐক্য রয়েছে এবং যারা বিক্ষোভ করেছে তারা সবাই বহিরাগত। উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক গত বছরের ২২ আগস্ট সোনালী ও রূপালী ব্যাংকের সাবেক এমডি ওবায়েদ উল্লাহ আল-মাসুদকে চেয়ারম্যান করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি নতুন পর্ষদ গঠন করে।

ইসলামী ব্যাংকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, গত মে মাসে অধ্যাপক জোবায়দুর রহমান পরিচালক হিসেবে নিযুক্ত হওয়ার পর তিনি আগের অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেন। ফলে একটি প্রভাবশালী মহল তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পর্ষদ সভায় দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। প্রথমত, ব্যাংকের আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করতে নতুন করে দুটি অডিট ফার্ম নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী এসব ফার্ম আগস্টের মধ্যে বার্ষিক অডিট সম্পন্ন করবে। দ্বিতীয়ত, ব্যাংকের আরডিএস প্রকল্পভুক্ত কর্মীদের মধ্য থেকে প্রতিবছর যোগ্যদের মূল ব্যাংকিং কার্যক্রমে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০১৭ সালে এস আলম গ্রুপ ব্যাংকটি অধিগ্রহণের পর এই প্রক্রিয়া স্থগিত হয়ে যায়।

বিশ্লেষকদের মতে, ইসলামী ব্যাংকের অভ্যন্তরীণ দায়িত্ব বণ্টন ও প্রশাসনিক নীতিনির্ধারণে অস্বচ্ছতা এবং গ্রুপভিত্তিক দ্বন্দ্ব এই সংকটের মূল কারণ হয়ে উঠছে।

Facebook Comments Box

Posted ৬:৩০ অপরাহ্ণ | শুক্রবার, ১১ জুলাই ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com