নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৯ জুলাই ২০২৫ | 224 বার পঠিত | প্রিন্ট
আর্থিক খাতের সংস্কার শুধুমাত্র বিশ্বব্যাংক বা আইএমএফের শর্তে হচ্ছে— এ ধারণা সঠিক নয় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি জানিয়েছেন, সরকারের নিজস্ব উদ্যোগেও আর্থিক খাতের সংস্কার অব্যাহত রয়েছে। তবে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর ভালো পরামর্শ এলে তাও গ্রহণ করা হবে।
বুধবার (৯ জুলাই) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত ‘অডিট অ্যান্ড একাউন্টিং সামিট’-এর প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. সালেহউদ্দিন বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অডিটিং ও একাউন্টিং খুবই গুরুত্বপূর্ণ। তবে যারা এসব কাজে জড়িত, তাদের সততা ও স্বচ্ছতাই প্রধান শর্ত। অনেক প্রতিষ্ঠান কেবল কাগজপত্র জমা দেয়, যার মান প্রশ্নবিদ্ধ। এনবিআরের তথ্য অনুযায়ী, প্রতি ১০০ করদাতার মধ্যে ৭০ জন শূন্য রিটার্ন জমা দেয়— যা অবিশ্বাস্য। এ ধরনের তথ্য খতিয়ে দেখা জরুরি।
তিনি আরও বলেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে হলে অডিটিং ও একাউন্টিং ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হবে। এতে বিনিয়োগকারীদের আস্থা বাড়বে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানান, অধিকাংশ ব্যাংকের অডিট রিপোর্টে অসঙ্গতি দেখা যায়। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ঝুঁকিভিত্তিক তদারকি (রিস্ক বেসড সুপারভিশন) পুরোপুরি কার্যকর হবে। দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের আস্থা অর্জনে অডিট রিপোর্টে সঠিক তথ্য থাকতে হবে। এ জন্য বাংলাদেশ ব্যাংক একসঙ্গে কাজ করবে।
তিনি আরও বলেন, সরকারি চারটি প্রতিষ্ঠানে অডিট করতে গিয়ে তথ্য না দেওয়ায় সহযোগিতা পাওয়া যায়নি। কোনো প্রতিষ্ঠান যদি একাউন্টিং স্ট্যান্ডার্ড অনুসরণ না করে, তাহলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত।
দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন বলেন, বর্তমানে যদি অডিট রিপোর্ট দেখে বিচার করা হয়, তাহলে স্বচ্ছ অডিটর খুঁজে পাওয়া কঠিন। তিনি অভিযোগ করে বলেন, আইএফআইসি ব্যাংকে বড় ধরনের অনিয়ম ঘটেছে। সালমান এফ রহমান একটি পেপার কোম্পানির অডিট রিপোর্টকে হাতিয়ার করে তথ্য বিকৃতভাবে উপস্থাপন করে অর্থ নিয়েছেন। গত শাসনামলে ব্যাংক খাতে একের পর এক কেলেঙ্কারি ঘটলেও বাংলাদেশ ব্যাংক যথাযথ ব্যবস্থা নেয়নি।
তিনি আরও বলেন, শীর্ষ অডিট ফার্মগুলো অনিয়মে যুক্ত থাকার প্রমাণ মিললেও দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি— যা দুর্নীতি রোধে বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।
Posted ৮:৩৮ অপরাহ্ণ | বুধবার, ০৯ জুলাই ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.