নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১ | 456 বার পঠিত | প্রিন্ট
২০২১ সালের প্রথমার্ধে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য অন্তর্বর্তীকালিন ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিকম খাতের কোম্পানি গ্রামীনফোন লিমিটেড (জিপি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ৩০ জুন, ২০২১ পর্যন্ত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য অন্তর্বর্তীকালিন ১২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। ঘোষিত লভ্যাংশ আলোচিত প্রান্তিকের শেয়ার প্রতি আয়ের (ইপিএস) ৯৭ শতাংশ। আগামী ৯ আগস্ট ডিভডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ টাকা ৮৯ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ১৩ টাকা ৩০ পয়সা।
৩০ জুন, ২০২১ পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ২১ টাকা ৮৮ পয়সা। গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩৬ টাকা ৯৮ পয়সা।
শেয়ারবাজার২৪
Posted ২:৪২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১
sharebazar24 | sbazaradmin
.
.