বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

বিনিয়োগকারীদের চাপে ফেলল দুই আর্থিক প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৯ জুন ২০২৫ | 252 বার পঠিত | প্রিন্ট

বিনিয়োগকারীদের চাপে ফেলল দুই আর্থিক প্রতিষ্ঠান

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের দুটি প্রতিষ্ঠান ৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি। ‘নো ডিভিডেন্ড’ ঘোষণায় বিনিয়োগকারীদের মধ্যে হতাশা তৈরি করেছে কোম্পানি দুটি—বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি লিমিটেড (বিআইএফসি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বে-লিজিং: লোকসান সত্ত্বেও এনএভিপিএস ইতিবাচক
২০২৪ অর্থবছরে বে-লিজিংয়ের শেয়ার প্রতি লোকসান (EPS) হয়েছে ৩১ টাকা ১৬ পয়সা। যদিও একই সময় শেয়ারপ্রতি নগদ প্রবাহ (Cash Flow Per Share) ছিল ৪৮ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) দাঁড়িয়েছে ২৫ টাকা ২০ পয়সা, যা এখনো ফেসভ্যালুর ওপরে অবস্থান করছে।

বে-লিজিংয়ের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৮ আগস্ট, সকাল ১১টা ৩০ মিনিটে হাইব্রিড (ফিজিক্যাল ও ভার্চুয়াল) প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এই জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ জুলাই।

বিআইএফসি: নেতিবাচক এনএভিপিএস ও ধারাবাহিক লোকসান
অপরদিকে, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি লিমিটেড (বিআইএফসি) চলতি অর্থবছরে শেয়ার প্রতি লোকসান দেখিয়েছে ৬ টাকা ৬৬ পয়সা। প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) দাঁড়িয়েছে মাইনাস ১২৬ টাকা ১১ পয়সা, যা কোম্পানিটির নাজুক আর্থিক অবস্থা স্পষ্টভাবে তুলে ধরে।

ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত ও চলমান আর্থিক দুর্বলতার কারণে কোম্পানি দুটির ভবিষ্যৎ পারফরম্যান্স নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

Facebook Comments Box

Posted ১১:৪৫ পূর্বাহ্ণ | রবিবার, ২৯ জুন ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com