বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

দুর্বল বীমা কোম্পানির দায়িত্ব নিচ্ছে সরকার: আসছে নতুন রেজল্যুশন অধ্যাদেশ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ | 322 বার পঠিত | প্রিন্ট

দুর্বল বীমা কোম্পানির দায়িত্ব নিচ্ছে সরকার: আসছে নতুন রেজল্যুশন অধ্যাদেশ

ব্যাংক খাতের মতো বীমা খাতেও কঠোর নজরদারির আওতায় আনছে সরকার। পলিসিধারীদের স্বার্থ রক্ষা ও খাতের শৃঙ্খলা ফেরাতে দুর্বল বীমা কোম্পানির সাময়িক মালিকানা গ্রহণের ক্ষমতা পাচ্ছে সরকার। এ লক্ষ্যে ‘বীমাকারীর রেজল্যুশন অধ্যাদেশ-২০২৫’-এর একটি খসড়া তৈরি করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

এই খসড়া অধ্যাদেশ কার্যকর হলে, সরকার প্রয়োজনে সমস্যাগ্রস্ত কোনো বীমা প্রতিষ্ঠানের মালিকানা গ্রহণ করে তা একীভূত, অবসায়ন অথবা তৃতীয় পক্ষের কাছে বিক্রি করে দিতে পারবে।

আইডিআরএ জানায়, প্রাথমিকভাবে ১৫টি জীবন বীমা কোম্পানির বিশেষ নিরীক্ষা চলছে, যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে দাবি নিষ্পত্তিতে ব্যর্থতার। এসব কোম্পানিতে গ্রাহকদের প্রায় ৪,৬১৫ কোটি টাকার দাবি আটকে আছে, যার মধ্যে ৩,৯৮০ কোটি টাকা এখনও অপরিশোধিত।

সানফ্লাওয়ার লাইফ, ফারইস্ট ইসলামী লাইফ, সানলাইফ, পদ্মা ইসলামী লাইফ, প্রগ্রেসিভ লাইফ, প্রটেক্টিভ ইসলামী লাইফ, বেস্ট লাইফ, হোমল্যান্ড লাইফ, প্রাইম ইসলামী লাইফ, যমুনা লাইফ, ডায়মন্ড লাইফ, স্বদেশ লাইফ, গোল্ডেন লাইফ, বায়রা লাইফ ও এনআরবি ইসলামিক লাইফ।

অডিট ফার্মগুলোকে আগামী ৩০ কর্মদিবসের মধ্যে নিরীক্ষা প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

আইডিআরএ এবং সরকার প্রয়োজনে বীমা কোম্পানিকে একীভূত, অবসায়ন কিংবা সম্পূর্ণ বা আংশিক শেয়ার তৃতীয় পক্ষকে হস্তান্তর করতে পারবে।

প্রয়োজনে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান, পরিচালক ও সিইও-সহ অন্যান্য কর্মকর্তাকে অপসারণ করে প্রশাসক নিয়োগ করতে পারবে আইডিআরএ।

যে কোম্পানির মালিকানা হস্তান্তরের প্রয়োজন পড়বে, সেখানে ‘ব্রিজ ইনস্যুরেন্স কোম্পানি’ গঠন করা হবে—যার মেয়াদ সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত হতে পারে। এটি পরিচালনায় পর্ষদ ও সিইও নিয়োগ করা হবে।

পলিসিধারীদের দাবি পরিশোধ নিশ্চিত করতে একটি বিশেষ তহবিল গঠন করা হবে, যা নির্দিষ্ট বীমা কোম্পানির নিষ্পত্তির সময় ব্যবহার হবে।

বীমা খাতের ঝুঁকি চিহ্নিত করে তা সমাধানে পরামর্শ ও পদক্ষেপ গ্রহণে একটি কাউন্সিল গঠনের প্রস্তাব করা হয়েছে।

শুধু আমানতকারীর জন্য নয়, বীমা খাতে শেয়ারধারী ও পাওনাদারদেরও ক্ষতিপূরণ দেওয়ার বিধান রাখা হয়েছে।

আইডিআরএ জানিয়েছে, এই অধ্যাদেশের মূল লক্ষ্য হলো—

পলিসিধারীদের অর্থ সুরক্ষা

সময়মতো দাবি নিষ্পত্তি নিশ্চিত

বীমা খাতে আস্থা ফিরিয়ে আনা

খসড়াটি শিগগিরই আইডিআরএ’র ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং সবার মতামত গ্রহণের পর তা অধ্যাদেশ আকারে কার্যকর করা হবে।

বর্তমান বাস্তবতায়, ৩২টি জীবন বীমা কোম্পানিতে ১১ লাখের বেশি গ্রাহকের দাবি আটকে আছে, যার মোট অংক ৪ হাজার ৫০০ কোটি টাকার বেশি। নতুন রেজল্যুশন অধ্যাদেশ কার্যকর হলে, এই দাবিগুলোর দ্রুত নিষ্পত্তি এবং খাতে সুশাসন নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

 

Facebook Comments Box

Posted ৭:৪৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com