নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২০ জুন ২০২৫ | 248 বার পঠিত | প্রিন্ট
বিদায়ী সপ্তাহে (১৫-১৯ জুন’২৫) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে শ্যামপুর সুগারের। খাতের কোম্পানিটি সপ্তাহজুড়ে ১৩.১৩ শতাংশ দর হারিয়েছে। আগের সপ্তাহে শেয়ারদর ছিল ১৩৪ টাকা, যা কমে দাঁড়িয়েছে ১১৬.৪ টাকায়।
ডিএসইর দরপতন তালিকার দ্বিতীয় স্থানে থাকা জীবন বীমা খাতভুক্ত প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর ৫২.৬ টাকা থেকে নেমে এসেছে ৪৬.২ টাকায় — পতনের হার ১২.১৭ শতাংশ।
সাপ্তাহিক দরপতন তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে আনলিমা ইয়ার্ন।
বস্ত্র খাতভুক্ত এই কোম্পানির শেয়ারদর সপ্তাহজুড়ে ৭.৩৭ শতাংশ কমেছে। আগের সপ্তাহে শেয়ারদর ছিল ২১.৭ টাকা, বর্তমানে তা দাঁড়িয়েছে ২০.১ টাকায়।
সাপ্তাহিক দর কমার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে-
আরএসআরএম স্টিল : প্রকৌশল খাতের এই কোম্পানির শেয়ারদর ৯.৭ টাকা থেকে কমে দাঁড়িয়েছে ৯ টাকায় — দরপতন ৭.২২ শতাংশ।
এসইএমএল ফার্স্ট ফান্ড : মিউচুয়াল ফান্ড খাতভুক্ত এই স্কিমটির দর ৫.৭ টাকা থেকে নেমে ৫.৩ টাকায় ঠেকেছে, দরপতনের হার ৭.০২ শতাংশ।
প্রিমিয়ার লিজিং : অর্থ খাতভুক্ত কোম্পানিটির শেয়ারদর ৩.১ টাকা থেকে কমে হয়েছে ২.৯ টাকা — দরপতনের হার ৬.৪৫ শতাংশ।
নূরানি ডাইং : বস্ত্র খাতের এই কোম্পানির শেয়ারদর কমেছে ৬.২৫ শতাংশ। আগের সপ্তাহে দর ছিল ৩.২ টাকা, বর্তমানে ৩ টাকা।
মিথুন নিটিং : কোম্পানিটির এক সপ্তাহে শেয়ারদর কমেছে ৬.২১ শতাংশ। আগের সপ্তাহে ছিল ১৬.১ টাকা, বর্তমানে ১৫.১ টাকা।
কেপিপিএল : প্রিন্টিং ও প্যাকেজিং খাতভুক্ত এই কোম্পানির দর ১৮.১ টাকা থেকে কমে ১৭ টাকায় ঠেকেছে — পতন ৬.০৮ শতাংশ।
ফার্স্ট ফিন্যান্স : অর্থ খাতের আরেকটি কোম্পানি ফার্স্ট ফিন্যান্সের দর কমেছে ৬.০৬ শতাংশ। আগের সপ্তাহে ৩.৩ টাকা থেকে কমে দাঁড়িয়েছে ৩.১ টাকায়।
Posted ২:৪৭ অপরাহ্ণ | শুক্রবার, ২০ জুন ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.