নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ | 207 বার পঠিত | প্রিন্ট
শেয়ারবাজারে কারসাজি, প্রতারণা এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন জমার জন্য আগামী ২১ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৯ জুন) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব মামলার এজহার গ্রহণ করে এ আদেশ দেন।
অন্য আসামিদের মধ্যে রয়েছেন—সমবায় অধিদপ্তরের সাবেক উপ-নিবন্ধক মো. আবুল খায়ের (হিরু), তার স্ত্রী কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাদবর, কনিকা আফরোজ, মো. বাশার, সাজেদ মাদবর, আলেয়া বেগম, কাজী ফুয়াদ হাসান, কাজী ফরিদ হাসান, শিরিন আক্তার, জাভেদ এ মতিন, মো. জাহেদ কামাল, মো. হুমায়ুন কবির ও তানভির নিজাম।
মামলাটি দায়ের করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন। আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ৪ ধারা; দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা এবং দণ্ডবিধির ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ১২০(বি) ও ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, আসামিরা নিজেদের নিয়ন্ত্রিত বিও অ্যাকাউন্ট ব্যবহার করে অবৈধ সিরিজ লেনদেন, গেম্বলিং ও স্পেকুলেটিভ ট্রেডিংয়ের মাধ্যমে কৃত্রিমভাবে কিছু নির্দিষ্ট কোম্পানির শেয়ারদর বৃদ্ধি করে বাজারে কারসাজি চালান। এতে সাধারণ বিনিয়োগকারীরা প্রতারিত হয়ে বড় অংকের অর্থ হারান। এই পদ্ধতিতে মোট ২৫৬ কোটি ৯৭ লাখ টাকার বেশি অর্থ আত্মসাৎ করা হয়।
এদের মধ্যে আবুল খায়ের (হিরু) তার স্ত্রী কাজী সাদিয়ার সহায়তায় ২৯ কোটি ৯৪ লাখ টাকার উৎস গোপন করে বিভিন্ন খাতে স্থানান্তর করেন। এছাড়া তার নামে পরিচালিত ১৭টি ব্যাংক অ্যাকাউন্টে ৫৪২ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্যও উঠে এসেছে।
অভিযোগপত্রে আরও বলা হয়েছে, আবুল খায়েরের কারসাজিতে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স ও সোনালী পেপারস লিমিটেডের শেয়ারে বিনিয়োগ করেন সাকিব আল হাসান। এতে তিনি সরাসরি শেয়ারবাজারে কৃত্রিম মূল্য বৃদ্ধিতে সহায়তা করেন এবং ২ কোটি ৯৫ লাখ টাকার বেশি লাভ দেখিয়ে বাজার থেকে অর্থ আত্মসাৎ করেন।
বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড শেয়ারবাজারের স্বচ্ছতা ও বিনিয়োগকারীদের আস্থার জন্য বড় হুমকি। তদন্ত প্রতিবেদন অনুযায়ী যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করলে ভবিষ্যতে এমন অনিয়ম রোধে কার্যকর দৃষ্টান্ত স্থাপন হবে বলে আশা করা যায়।
Posted ৬:০৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.