বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

শেয়ারবাজারে প্রাণ ফেরাতে বাজেটে বড় কর ছাড়ের প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০১ জুন ২০২৫ | 234 বার পঠিত | প্রিন্ট

শেয়ারবাজারে প্রাণ ফেরাতে বাজেটে বড় কর ছাড়ের প্রস্তাব

আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটে দেশের শেয়ারবাজারে চাঙ্গাভাব ফিরিয়ে আনতে বড় পরিসরে কর ছাড়ের প্রস্তাব আসতে পারে। বিনিয়োগকারীদের আস্থার সংকটে ভুগতে থাকা বাজারকে পুনরুজ্জীবিত করাই এসব প্রস্তাবের মূল লক্ষ্য বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের একাধিক দায়িত্বশীল সূত্র।

জানা গেছে, অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আগামী সোমবার জাতীয় সংসদে বাজেট প্রস্তাবনা উপস্থাপন করবেন। সেখানে শেয়ারবাজারবান্ধব বেশ কয়েকটি কর সংস্কারের ঘোষণা থাকতে পারে।

কর্পোরেট কর ব্যবধানে পরিবর্তন
তালিকাভুক্ত এবং অতালিকাভুক্ত কোম্পানির মধ্যে কর্পোরেট করের বিদ্যমান ৫% ব্যবধান বাড়িয়ে ৭.৫% করার পরিকল্পনা রয়েছে সরকারের। এর পাশাপাশি তালিকাভুক্ত কোম্পানির জন্য হ্রাসকৃত কর হার উপভোগের ক্ষেত্রে শর্ত শিথিল করার চিন্তাভাবনাও করা হচ্ছে।

বর্তমানে তালিকাভুক্ত কোম্পানিগুলো ২০% হারে কর দেয়, তবে কঠোর শর্তের কারণে অনেকে এই সুবিধা পায় না এবং ২২.৫% হারে কর পরিশোধ করতে হয়। অন্যদিকে, অতালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্য হার ২৫% থাকলেও শর্ত না মানায় প্রায়ই তাদের ২৭.৫% কর দিতে হয়। বাজেটে এই হারগুলো চূড়ান্ত করে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির মধ্যে স্পষ্ট ৭.৫% কর ব্যবধান তৈরি করার প্রস্তাব দেওয়া হতে পারে।

লেনদেন কর কমানোর উদ্যোগ
বাজেটে শেয়ারবাজারের লেনদেন মূল্য বা টার্নওভারের ওপর আরোপিত অগ্রিম আয়কর (এআইটি) ০.০৫% থেকে কমিয়ে ০.০৩% করার সম্ভাবনা রয়েছে। এই কর কমানো হলে ব্রোকারেজ হাউজসহ বাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ওপর করের বোঝা হ্রাস পাবে।

উল্লেখ্য, ২০০৫ সালে এই কর হার ছিল ০.০১৫%, যা পর্যায়ক্রমে বাড়িয়ে ২০১১ সালে ০.১০% পর্যন্ত নিয়ে যাওয়া হয়। ওই বছরের অক্টোবরে বাজারে ধস নামার পর হার কমিয়ে ০.০৫% করা হয়, যা এখনো বলবৎ রয়েছে।

মার্চেন্ট ব্যাংকের কর হার হ্রাস
মার্চেন্ট ব্যাংকের কর্পোরেট কর হার ৩৭.৫% থেকে কমিয়ে ২৭.৫% করার প্রস্তাবও বাজেটে অন্তর্ভুক্ত থাকতে পারে। দীর্ঘদিন ধরে এই খাতের উদ্যোক্তারা কর হ্রাসের দাবি জানিয়ে আসছিলেন। বর্তমানে ব্রোকারেজ কোম্পানি ও অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কর হার ২৭.৫%, যা মার্চেন্ট ব্যাংকের তুলনায় অনেক কম।

বর্তমানে দেশে ৬৬টি মার্চেন্ট ব্যাংক রয়েছে, যেগুলোর মধ্যে প্রায় ৬০% ব্যাংক এবং নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের সাবসিডিয়ারি হিসেবে কাজ করছে।

বাজেট প্রস্তাবনায় এই উদ্যোগগুলো অন্তর্ভুক্ত হলে তা শেয়ারবাজারের জন্য বড় ধরণের ইতিবাচক বার্তা হিসেবে বিবেচিত হবে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।

Facebook Comments Box

Posted ১২:৫৩ অপরাহ্ণ | রবিবার, ০১ জুন ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com