নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ | 146 বার পঠিত | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি ৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য কোনো ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) ব্যাংক সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
বছরজুড়ে স্ট্যান্ডার্ড ব্যাংকের ইপিএস দাঁড়িয়েছে ৭৪ পয়সা, যেখানে আগের অর্থবছরে এটি ছিল ১ টাকা ২৪ পয়সা।
আলোচ্য বছরে শেয়ারপ্রতি নগদ প্রবাহ বেড়ে দাঁড়িয়েছে ৮ টাকা ৩৫ পয়সা, যা গত বছর ছিল ৬ পয়সা লোকসান।
৩১ মার্চ ২০২৫ অনুযায়ী, ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য হয়েছে ১৬ টাকা ৭৮ পয়সা।
২০২৪ অর্থবছরের বার্ষিক সাধারণ সভা (AGM) আগামী ১৪ আগস্ট হাইব্রিড প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এজিএমে অংশগ্রহণের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ জুন।
ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত ইপিএস হ্রাসের সঙ্গে সঙ্গতিপূর্ণ হলেও ক্যাশ ফ্লোয়ের ইতিবাচক অগ্রগতি কোম্পানিটির আর্থিক স্থায়িত্বের ইঙ্গিত দেয়। বিনিয়োগকারীদের জন্য বিষয়টি মিশ্র বার্তা হতে পারে—একদিকে নগদ প্রবাহে উন্নতি, অন্যদিকে আয় কমে যাওয়া ও লভ্যাংশ না পাওয়া।
Posted ১২:৪০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.