নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৮ মে ২০২৫ | 146 বার পঠিত | প্রিন্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ইউনিয়ন ইন্স্যুরেন্স পিএলসি ৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে কোম্পানি সূত্রে।
২০২৪ অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ৮৭ পয়সা, যা আগের বছরের ২ টাকা ৮১ পয়সার তুলনায় কম। তবে শেয়ারপ্রতি নগদ প্রবাহ (Cash Flow Per Share) বেড়ে দাঁড়িয়েছে ৭৬ পয়সায়, যা আগের বছর ছিল ৭৫ পয়সা।
এছাড়া, আলোচ্য সময়ে নিট সম্পদ মূল্য (Net Asset Value Per Share – NAVPS) দাঁড়িয়েছে ১৮ টাকা ৩৪ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (AGM) আগামী ১৪ সেপ্টেম্বর, রোববার সকাল ১০টায় রাজধানীর কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড পাওয়ার জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ জুলাই।
বিশ্লেষকরা বলছেন, আয় কিছুটা কমলেও ক্যাশ ফ্লো ও এনএভিপিএস শক্তিশালী অবস্থানে রয়েছে, যা কোম্পানিটির আর্থিক স্থিতিশীলতা নির্দেশ করে। নিয়মিত লভ্যাংশ প্রদান বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা।
Posted ১১:৪৪ পূর্বাহ্ণ | বুধবার, ২৮ মে ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.