নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৬ মে ২০২৫ | 182 বার পঠিত | প্রিন্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বিডি সার্ভিস চলতি ২০২৪-২৫ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০২৫) বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। কোম্পানিটির প্রকাশিত সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ী, এ সময় শেয়ারপ্রতি লোকসান (EPS) হয়েছে ২ টাকা ৩১ পয়সা, যা আগের বছরের একই প্রান্তিকের চেয়ে ৭৫ শতাংশ বেশি। ওই সময় লোকসান ছিল ৫৪ পয়সা।
৯ মাসেও লোকসানের ধারা অব্যাহত
অর্থবছরের প্রথম তিন প্রান্তিক তথা জুলাই ২০২৪ থেকে মার্চ ২০২৫ পর্যন্ত মোট ৯ মাসে বিডি সার্ভিসের শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ৭ টাকা ৬৩ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ৫ টাকা ৭১ পয়সা, অর্থাৎ বছর ব্যবধানে কোম্পানিটির লোকসান বেড়েছে প্রায় ৩৪ শতাংশ।
উচ্চ সম্পদ মূল্যেও লোকসান অব্যাহত
২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত হিসাব অনুযায়ী, বিডি সার্ভিসের শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) দাঁড়িয়েছে ২২০ টাকা ৩০ পয়সা। মূলধনের শক্তিশালী ভিত্তি থাকলেও ধারাবাহিক লোকসান কোম্পানিটির ব্যবসায়িক কার্যক্রম ও পরিচালনা দক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে বলে মত বিশ্লেষকদের।
বিনিয়োগকারীদের জন্য বার্তা
বিশ্লেষকদের মতে, শেয়ারপ্রতি লোকসানের ধারাবাহিকতা বিনিয়োগকারীদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কোম্পানিটি কিভাবে এই আর্থিক চাপ মোকাবিলা করে তা পরবর্তী প্রান্তিকের ফলাফলে পরিষ্কার হবে।
Posted ৭:০২ অপরাহ্ণ | সোমবার, ২৬ মে ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.