নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৫ মে ২০২৫ | 150 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: আজ (২৫ মে) দেশের শেয়ারবাজারে ব্যাপক দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০.০৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৩৬.৩৩ পয়েন্টে।
ডিএসইতে আজ মোট ৩৯৬টি কোম্পানি লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২১৫টির শেয়ারদর কমেছে। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, আজকের দরপতনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে মাত্র ২টি ছিল ‘এ’ ক্যাটাগরির। আগের দুই কার্যদিবসে ‘এ’ ক্যাটাগরির শেয়ারের ওপর ব্যাপক বিক্রির চাপ থাকলেও আজ তুলনামূলকভাবে এই ক্যাটাগরির কোম্পানিগুলো চাপমুক্ত ছিল। আজকের দরপতনের শীর্ষ তালিকায় ‘বি’ এবং ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি আধিপত্য দেখিয়েছে—প্রতিটি ক্যাটাগরি থেকে ৪টি করে কোম্পানি রয়েছে এই তালিকায়। স্টকনাও সূত্রে এসব তথ্য জানা গেছে।
দরপতনের শীর্ষে থাকা ‘বি’ ক্যাটাগরির কোম্পানিগুলো হলো- ইনফরমেশন সার্ভিসেস, বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিকস, এপেক্স ট্যানাারি এবং শাইনপুকুর সিরামিকস।
‘জেড’ ক্যাটাগরির কোম্পানির মধ্যে রয়েছে- ভিএফএস থ্রেড অ্যান্ড ডাইং, এসকে ট্রিমস, ন্যাশনাল টি কোম্পানি এবং কেয়া কসমেটিকস।
জানা যায়, আজ ডিএসইতে সবচেয়ে বেশি দরপতন হয়েছে ইনফরমেশন সার্ভিসেস-এর। কোম্পানিটির শেয়ারদর ৩ টাকা ৩০ পয়সা বা ৭.৫২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪০ টাকা ৬০ পয়সায়।
দ্বিতীয় সর্বোচ্চ দরপতন হয়েছে বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিকস-এর, যার শেয়ারদর ১ টাকা ২০ পয়সা বা ৬.৫৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ টাকা ৯০ পয়সায়।
তৃতীয় সর্বোচ্চ দরপতনকারী ছিল ভিএফএস থ্রেড অ্যান্ড ডাইং—এর দর ৪০ পয়সা বা ৫.৮০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ টাকা ৫০ পয়সায়।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- এসকে ট্রিমসের ৫০ পয়সা বা ৫.০০ শতাংশ, ন্যাশনাল টি কোম্পানির ৮ টাকা ১০ পয়সা বা ৪.৭৮ শতাংশ, এপেক্স ট্যানারির ৩ টাকা বা ৪.৫২ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ১ টাকা ৪.২৯ শতাংশ এবং কেয়া কসমেটিকসের ২০ পয়সা বা ৪.০০ শতাংশ দর কমেছে।
Posted ৭:১৯ অপরাহ্ণ | রবিবার, ২৫ মে ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.