নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৫ মে ২০২৫ | 258 বার পঠিত | প্রিন্ট
দেশের শেয়ারবাজারে রোববার (২৫ মে) দিনজুড়ে দরপতনের প্রবণতা থাকলেও ‘বি’ ক্যাটাগরির বেশ কিছু কোম্পানি নজর কাড়ার মতো মূল্য বৃদ্ধিতে শীর্ষে উঠে এসেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষে প্রধান সূচক ডিএসইএক্স ১০.০৮ পয়েন্ট কমে দাঁড়ায় ৪ হাজার ৭৩৬.৩৩ পয়েন্টে।
ডিএসইতে আজ মোট ৩৯৬টি কোম্পানি লেনদেনে অংশ নেয়, যার মধ্যে ১০০টির দর বেড়েছে। তবে সবচেয়ে চমকপ্রদ দিক ছিল—দর বাড়ার শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৭টিই ছিল ‘বি’ ক্যাটাগরির। এমন তথ্য জানিয়েছে বাজার বিশ্লেষণভিত্তিক প্ল্যাটফর্ম স্টকনাও।
দর বৃদ্ধির তালিকায় শীর্ষে ছিল বারাকা পতেঙ্গা পাওয়ার। কোম্পানিটির শেয়ারদর ১ টাকা ৪০ পয়সা বা ৯.৬৬ শতাংশ বেড়ে দাঁড়ায় ১৫ টাকা ৯০ পয়সায়। বিক্রেতার ঘাটতির কারণে শেয়ারটি দিন শেষে হল্টেড অবস্থায় ছিল।
এরপরেই ছিল বারাকা পাওয়ার, যার শেয়ারদর বেড়েছে ১ টাকা বা ৯.৪৩ শতাংশ, দাঁড়িয়েছে ১১ টাকা ৬০ পয়সায়। এই শেয়ারেও বিক্রেতার সংকট দেখা গেছে।
তৃতীয় স্থানে থাকা এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন-এর শেয়ারদর বেড়েছে ১ টাকা ৪০ পয়সা বা ৯.০৯ শতাংশ, যা দাঁড়ায় ১৬ টাকা ৮০ পয়সায়।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- মোজাফ্ফর হোসেন স্পিনিংয়ের ৯০ পয়সা বা ৭.১৪ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ২ টাকা ৪০ পয়সা বা ৫.৯৪ শতাংশ, মিডল্যান্ড ব্যাংকের ১ টাকা ৫০ পয়সা বা ৫.৮৮ শতাংশ এবং ড্রাগন সোয়েটারের ৫০ পয়সা বা ৫.৬৮ শতাংশ দর বেড়েছে।
Posted ৭:০৭ অপরাহ্ণ | রবিবার, ২৫ মে ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.