নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৫ মে ২০২৫ | 247 বার পঠিত | প্রিন্ট
বাংলাদেশের শেয়ারবাজার কিছু জালিয়াত ও স্বার্থান্বেষী গোষ্ঠীর নিয়ন্ত্রণে চলে গেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তার ভাষ্য, দীর্ঘদিন ধরে ক্ষুদ্র বিনিয়োগকারীরা নানা প্রতারণার শিকার হয়ে তাদের কষ্টার্জিত সঞ্চয় হারাচ্ছেন। বাজারে একটি পরিকল্পিত ও ছকবাঁধা পদ্ধতিতে কারসাজি চলছে, যা কিছু ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপের স্বার্থ রক্ষায় পরিচালিত হচ্ছে।
রোববার (২৫ মে) ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) আয়োজিত ‘সিএমজেএফ টক’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, “শেয়ারবাজারে চলমান পরিস্থিতি দেখলেই বোঝা যায়, এটি একটি সাধারণ বিনিয়োগের প্ল্যাটফর্ম না থেকে সুবিধাভোগীদের খেলার মাঠে পরিণত হয়েছে। এর থেকে উত্তরণে অবিলম্বে শক্তিশালী ও কার্যকর সংস্কার প্রয়োজন।”
এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বড় ধরনের সংস্কারের প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, সম্প্রতি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, আন্তর্জাতিক মানে শেয়ারবাজার সংস্কারের জন্য বিদেশি বিশেষজ্ঞদের একটি দল গঠন করা হবে। তাদের জন্য তিন মাসের সময় নির্ধারণ করা হয়েছে, এই সময়ের মধ্যেই তারা একটি পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা উপস্থাপন করবেন।
শফিকুল আলম বলেন, “এবারের সংস্কার হবে গোষ্ঠীগত স্বার্থের বাইরে গিয়ে, সাধারণ বিনিয়োগকারীদের রক্ষা করার জন্য। যিনি সংস্কারের দায়িত্বে আসবেন, তাকে এই কারসাজিকৃত গোষ্ঠীর প্রভাবমুক্ত হতে হবে এবং নির্মোহভাবে সিদ্ধান্ত নিতে হবে।”
তিনি আশা প্রকাশ করেন, যদি এই সংস্কার যথাযথভাবে বাস্তবায়িত হয়, তবে বাংলাদেশের শেয়ারবাজার নতুন করে আস্থা ফিরে পাবে এবং অর্থনীতির একটি কার্যকর ও শক্তিশালী অংশে পরিণত হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গোলাম সামদানী ভূঁইয়া এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু আলী।
Posted ৭:০০ অপরাহ্ণ | রবিবার, ২৫ মে ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.