বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

নেপাল-বাংলাদেশ ব্যাংকের মালিকানায় থাকবেনা আইএফআইসি ব্যাংক

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১ | 604 বার পঠিত | প্রিন্ট

নেপাল-বাংলাদেশ ব্যাংকের মালিকানায় থাকবেনা আইএফআইসি ব্যাংক

নেপালে অবস্থিত যৌথ মালিকানার কোম্পানি নেপাল-বাংলাদেশ ব্যাংকের মালিকানায় না থাকার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্টারন্যাশনাল ফাইন্যান্স অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড (আইএফআইসি ব্যাংক)।

আজ মঙ্গলবার (১৩ জুলাই) অনুষ্ঠিত আইএফআইসি ব্যাংকের বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইএফআইসি ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, নেপাল-বাংলাদেশ ব্যাংকে থাকা আইএফআইসি ব্যাংকের সব শেয়ার বিক্রি করে ওই টাকা বাংলাদেশে ফিরিয়ে আনা হবে। ব্যাংকটির সম্ভাব্য ক্রেতাদের সাথে দর কষাকষি করে শেয়ারের মূল্য চূড়ান্ত করা, তাদের সাথে একটি সন্তুষজনক চুক্তি এবং বাংলাদেশ ও নেপালের সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

নেপাল-বাংলাদেশ ব্যাংক ১৯৯৫ সালে নেপাল স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। বর্তমানে নেপাল-বাংলাদেশ ব্যাংকের মোট শেয়ার সংখ্যা ৯ কোটি ৪৮ হাজার ২১২টি। এই ব্যাংকের ৪০ দশমিক ৯১ শতাংশ শেয়ারের মালিক আইএফআইসি ব্যাংক, সংখ্যা যা ৩ কোটি ৬৮ লাখ ২৭ হাজার ৪২৬টি।

আজ মঙ্গলবার (১৩ জুলাই) নেপাল স্টক এক্সচেঞ্জে নেপাল-বাংলাদেশ ব্যাংকের শেয়ার ৪১৫ থেকে ৪৫৬ রুপি দরে বিক্রি হয়েছে। শেয়ারটির ক্লোজিং মূল্য ছিল ৪৩৯ রুপি। শেয়ারটির অভিহিত মূল্য ১০০ রুপি।

 

অভিহিত মূল্য হিসেবে নেপাল-বাংলাদেশ ব্যাংকে থাকা আইএফআইসি ব্যাংকের শেয়ারের মূল্য ৩৬৮ কোটি ২৭ লাখ রুপি; বাংলাদেশী মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় ২৬১ কোটি ৪৭ লাখ টাকা (১ রুপি= ০.৭১ টাকা হিসেবে)। আর আজকের বাজার মূল্যের ভিত্তিতে ওই শেয়ারের মোট মূল্য দাঁড়ায় ১ হাজার ১৪৭ কোটি ৮৭ লাখ টাকা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১১:১২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com