নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ | 205 বার পঠিত | প্রিন্ট
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে সামান্য ঊর্ধ্বগতি পরিলক্ষিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (২২ মে) পর্যন্ত দেশের মোট রিজার্ভ (গ্রস রিজার্ভ) দাঁড়িয়েছে ২৫ দশমিক ৬৪ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ২ হাজার ৫৬৪ কোটি ২৭ লাখ ৪০ হাজার ডলারের সমপরিমাণ।
তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্দেশিত হিসাব পদ্ধতি ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল-৬ (বিপিএম৬) অনুযায়ী, প্রকৃত বা নিট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২০ দশমিক ২৭ বিলিয়ন ডলারে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এই তথ্য জানিয়েছেন।
এর আগে, গত ১৯ মে পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ২৫ দশমিক ৪৪ বিলিয়ন ডলার (২,৫৪৪ কোটি ৪৪ লাখ ৩০ হাজার ডলার)। একই সময়ে বিপিএম৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ ছিল ২০ দশমিক ০৭ বিলিয়ন ডলার।
বিপিএম৬ পদ্ধতিতে হিসাব করলে স্বল্পমেয়াদি দায়, যেমন এলসি পরিশোধ, ব্যাংক আমানত, ও অন্যান্য প্রতিশ্রুতিগুলো বাদ দিয়ে নিট বা প্রকৃত রিজার্ভ নির্ধারণ করা হয়, যা আন্তর্জাতিকভাবে গৃহীত পদ্ধতি।
এরই মধ্যে বুধবার (২১ মে) পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআরআই) আয়োজিত এক সেমিনারে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকে রিজার্ভের পরিমাণ প্রায় ২৭ বিলিয়ন মার্কিন ডলার। তার আশা, আগামী মাসে (জুন) এটি বেড়ে ৩০ বিলিয়ন ডলারে পৌঁছাবে।
তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারে নিয়ে যাওয়া। তবে এটি সময়সাপেক্ষ। সেই লক্ষ্যে পৌঁছাতে হলে ব্যাংকিং খাতকে আরও সেবামুখী ও শক্তিশালী করতে হবে।”
Posted ৯:০৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.