নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২১ মে ২০২৫ | 184 বার পঠিত | প্রিন্ট
আর্থিক অনিয়ম ও জালিয়াতির অভিযোগে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ মুনিরুল মওলাকে অপসারণের সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের সুপারিশের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্তে সম্মতি জানিয়েছে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, মুনিরুল মওলার অপসারণের আদেশ আগামী ২০ জুন থেকে কার্যকর হবে। এর আগে ৬ এপ্রিল তাকে বাধ্যতামূলক তিন মাসের ছুটিতে পাঠানো হয়েছিল।
মুনিরুল মওলার বিরুদ্ধে আনা অনিয়ম ও জালিয়াতির অভিযোগের প্রমাণ বাংলাদেশ ব্যাংকের অডিট প্রতিবেদনে উঠে এসেছে। এ সংক্রান্ত নথিপত্র দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হয়েছে। বিষয়টি এখন তদন্তাধীন, এবং দুদক প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেবে বলে জানানো হয়েছে।
ইসলামী ব্যাংকের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, শুধুমাত্র অপসারণ যথেষ্ট নয়—মুনিরুল মওলার বিরুদ্ধে কার্যকর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, কেন্দ্রীয় ব্যাংক ও অন্যান্য সংস্থা এ বিষয়ে যথাযথ ভূমিকা রাখবে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, “অডিট প্রতিবেদনে স্পষ্টভাবে এমডির জালিয়াতির প্রমাণ পাওয়া গেছে। সেই ভিত্তিতেই পরিচালনা পর্ষদ তার অপসারণের সিদ্ধান্ত নেয়, এবং বাংলাদেশ ব্যাংক তাতে সম্মতি দিয়েছে।”
প্রসঙ্গত, ২০১৭ সালের ৫ জানুয়ারি এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয়। এরপর থেকে বিভিন্ন সময় বিতর্কিত ঋণ অনুমোদন ও বিতরণসহ নানা অনিয়মে জড়িয়ে পড়ে ব্যাংকটি। এ সময় প্রায় ৯১ হাজার কোটি টাকা ব্যাংক থেকে বেরিয়ে গেছে বলে অভিযোগ রয়েছে।
এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে আসার পর মুনিরুল মওলাকে দ্রুত পদোন্নতি দিয়ে অতিরিক্ত এমডি এবং পরে ২০২০ সালের ডিসেম্বরে এমডি পদে নিযুক্ত করা হয়।
বর্তমানে ইসলামী ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ৬৫ হাজার ৭১৬ কোটি টাকা, যা মোট ঋণের ৪২ দশমিক ২২ শতাংশ। এই বিপুল পরিমাণ খেলাপির বিপরীতে ব্যাংকটির প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে ৬৯ হাজার ৮১৬ কোটি টাকায়। ঘাটতি সামাল দিতে ব্যাংকটি বাংলাদেশ ব্যাংকের কাছে ২০ বছরের সময়সীমা চেয়েছে।
Posted ৯:২৪ অপরাহ্ণ | বুধবার, ২১ মে ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.