নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২১ মে ২০২৫ | 231 বার পঠিত | প্রিন্ট
আজ ২১ মে (বুধবার) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন—উভয়ই বেড়েছে। প্রধান সূচক ডিএসইএক্স ৬.২৭ পয়েন্ট বাড়িয়ে ৪ হাজার ৮০১ দশমিক ৩২ পয়েন্টে পৌঁছেছে। একই সঙ্গে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ২৮ কোটি ৫৮ লাখ ২২ হাজার টাকা।
লেনদেন বাড়ার পেছনে বড় ভূমিকা রেখেছে ‘এ’ ক্যাটাগরির কোম্পানিগুলোর শেয়ার। ডিএসইতে আজ লেনদেন বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৭টিই ‘এ’ ক্যাটাগরিভুক্ত।
স্টকনাও সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, টাকার অঙ্কে আজ সর্বোচ্চ লেনদন হয়েছে ব্র্যাক ব্যাংকের, যার মোট লেনদেনের পরিমাণ ছিল ১৮ কোটি ৭৩ লাখ ৪২ হাজার টাকা। দিনশেষে ব্যাংকটির প্রতিটি শেয়ারের দর ছিল ৫৩ টাকা ৭০ পয়সা।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশন-এর শেয়ারে, যার লেনদেন ছিল ১৭ কোটি ৯২ লাখ ৪২ হাজার টাকা। কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ৩৭৪ টাকা ৮০ পয়সা।
তৃতীয় স্থানে রয়েছে বিচ হ্যাচারি, যার লেনদেন হয়েছে ১২ কোটি ৯২ লাখ ৩ হাজার টাকার। দিনশেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৪৭ টাকা।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১০ কোটি ৩৬ লাখ ৫৫ হাজার টাকা, সিটি ব্যাংকের ৮ কোটি ৭৩ লাখ ৫৪ হাজার টাকা, স্কয়ার ফার্মার ৬ কোটি ৮২ লাখ ৬২ হাজার টাকা এবং এনআরবি ব্যাংকের ৪ কোটি ৯১ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ৮:৪৫ অপরাহ্ণ | বুধবার, ২১ মে ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.