শুক্রবার ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সূচক ও লেনদেন বাড়লেও স্থায়িত্ব নিয়ে আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১ | 515 বার পঠিত | প্রিন্ট

সূচক ও লেনদেন বাড়লেও স্থায়িত্ব নিয়ে আশঙ্কা

আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের স্বাভাবিক উত্থানে লেনদেন বাড়লেও বাজারের  স্থিতিশীলতা নিয়ে আশঙ্কা রয়েছে। কারণ দুর্বল ও ঝুঁকিপূর্ণ কোম্পানির শেয়ার দর ও লেনদেনের উপর ভিত্তি করে আজ সূচক বেড়েছে। এদিন লেনদেনের শুরু থেকেই সূচকের তীর ছিল উপরের দিকে। প্রথম ঘন্টায় বেড়ে সূচক বেড়ে যায় ৫৯ পয়েন্ট। এরপর সূচক আর কমেনি। তবে সর্বোচ্চ দর বাড়ার ক্ষেত্রে প্রথম ১৬টি কোম্পানির মধ্যে ২টি কোম্পানি ছাড়ার বাকি কোম্পানিগুলো বিনিয়োগ উপযোগী বলে ধরা যায়না বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৫৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৬৬ পয়েন্টে উঠে এসেছে। যা ২০১৮ সালের ৭ জানুয়ারির পর সর্বোচ্চ। ২০১৮ সালের ৭ জানুয়ারি সূচকটি ছিল ৬ হাজার ২৬৮ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৭৩ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসইর শরিয়াহ্ সূচক ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া ৩৭৩টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২১২টি, কমেছে ১২৯টি এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির।

এদিন ডিএসইতে মোট ৬১ কোটি ২৬ লাখ ৭৭ হাজার ৫৯৪টি শেয়ার ২ লাখ ৯৯ হাজার ৪৭৭বার হাতবদল হয়, যার বাজারমূল্য এক হাজার ১৬৬ কোটি ৫১ লাখ ৪১ হাজার ৫০৩ টাকা ২০ পয়সা। আজ বাজার মূলধন ছিল ৫ লাখ ২১ হাজার ৯০৮ কোটি ৫৬ লাখ ১৯হাজার ৪২৯ টাকা ৩৭ পয়সা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএএসপিআই বেড়েছে ১৭৯ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৫৭ কোটি ৭৩ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ৩১০টি প্রতিষ্ঠানের মধ্যে ১৬৫টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৬৫টির এবং ২৭টির দাম অপরিবর্তিত রয়েছে।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৬:৫৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com