নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৯ মে ২০২৫ | 240 বার পঠিত | প্রিন্ট
সপ্তাহের তৃতীয় কর্মদিবস সোমবার (১৯ মে) দেশের শেয়ারবাজারে সূচকের পতন হলেও ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরির কিছু শেয়ার দরবৃদ্ধিতে ব্যতিক্রমী ভূমিকা রেখেছে। দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৪ দশমিক ৭৫ পয়েন্ট কমে ৪ হাজার ৭৭৬ পয়েন্টে নেমে এলেও এসব শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ ছিল লক্ষণীয়।
বাজার সংশ্লিষ্ট সূত্র বলছে, দরবৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৮টিই ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরিভুক্ত। এর মধ্যে ‘এ’ ক্যাটাগরির কোম্পানিগুলো হলো— এস্কোয়ার নিট কম্পোজিট, ইউসিবি ও ডেসকো। আর ‘বি’ ক্যাটাগরির মধ্যে রয়েছে কাট্টালি টেক্সটাইল, সোনারগাঁও টেক্সটাইল, মুন্নু ফেব্রিক্স, শার্প ইন্ডাস্ট্রিজ এবং গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ।
দরবৃদ্ধিতে শীর্ষে থাকা কাট্টালি টেক্সটাইলের শেয়ার দর ১ টাকা বা ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১ টাকায়। হঠাৎ দরবৃদ্ধির ফলে কোম্পানিটির শেয়ার বিক্রেতা সঙ্কটে পড়ায় লেনদেন স্বয়ংক্রিয়ভাবে স্থগিত (হল্টেড) হয়ে যায়।
দ্বিতীয় অবস্থানে থাকা সোনারগাঁও টেক্সটাইলের শেয়ার দর ৩ টাকা বা ৯ দশমিক ৮৪ শতাংশ বেড়ে ৩৩ টাকা ৫০ পয়সায় পৌঁছায়। এটিও বিক্রেতা সঙ্কটে ছিল।
তৃতীয় সর্বোচ্চ দরবৃদ্ধি দেখা গেছে এস্কোয়ার নিট কম্পোজিটের ক্ষেত্রে। এর শেয়ার দর ২ টাকা বা ৯ দশমিক ৫৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২২ টাকা ৯০ পয়সায়, যা বিক্রেতা সংকটে হল্টেড হয়।
বাকি উল্লেখযোগ্য কোম্পানিগুলোর মধ্যে মুন্নু ফেব্রিক্সের শেয়ার দর বেড়েছে ৮ দশমিক ৮৭ শতাংশ (১ টাকা ১০ পয়সা), শার্প ইন্ডাস্ট্রিজের ৮ দশমিক ১৩ শতাংশ (১ টাকা ৩০ পয়সা), গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর ৫ দশমিক ৭১ শতাংশ (৬০ পয়সা), ইউসিবির ৫ দশমিক ৬১ শতাংশ (৬০ পয়সা) এবং ডেসকোর ৪ দশমিক ৭৫ শতাংশ (১ টাকা)।
বাজার বিশ্লেষকদের মতে, যখন সামগ্রিক সূচক পতনের ধারা অব্যাহত থাকে, তখন নির্দিষ্ট কিছু কোম্পানিতে বিনিয়োগকারীদের আগ্রহ একধরনের আত্মবিশ্বাসের ইঙ্গিত দেয়, যা ভবিষ্যতের জন্য ইতিবাচক বার্তা বহন করে।
Posted ৮:৫৪ অপরাহ্ণ | সোমবার, ১৯ মে ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.