শুক্রবার ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

উচ্চপর্যায়ের নির্দেশনা বাস্তবায়নে অর্থমন্ত্রণালয়ে যাচ্ছে বিএসইসি

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৯ মে ২০২৫ | 170 বার পঠিত | প্রিন্ট

উচ্চপর্যায়ের নির্দেশনা বাস্তবায়নে অর্থমন্ত্রণালয়ে যাচ্ছে বিএসইসি

পুঁজিবাজার উন্নয়নসংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিতে আজ রোববার (১৯ মে) অর্থ মন্ত্রণালয়ে যাচ্ছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। বেলা ১১টায় তিনি অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে গত ১১ মে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে পুঁজিবাজার উন্নয়নে গৃহীত পাঁচ দফা নির্দেশনার বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

উল্লেখযোগ্য ওই পাঁচটি নির্দেশনা হলো:

১. দেশে কার্যক্রম পরিচালনাকারী বিদেশি বা বহুজাতিক কোম্পানির মধ্যে যেগুলোতে সরকারের মালিকানা রয়েছে, সেগুলোকে দ্রুত শেয়ারবাজারে আনতে ব্যবস্থা গ্রহণ।
২. গত ২০-৩০ বছরে দেশে গড়ে ওঠা বড় ও সম্ভাবনাময় বেসরকারি কোম্পানিগুলোকে প্রণোদনা দিয়ে শেয়ারবাজারে তালিকাভুক্ত করার উদ্যোগ।
৩. বিদেশি বিশেষজ্ঞের সহায়তায় তিন মাসের মধ্যে পুঁজিবাজার সংস্কারের কার্যক্রম শুরু।
৪. বাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অনিয়ম বা দুর্নীতির সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ।
৫. বড় বড় কোম্পানিকে ব্যাংক ঋণের পরিবর্তে শেয়ারবাজার থেকে পুঁজি সংগ্রহে উৎসাহিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া।

এই নির্দেশনাগুলোর বাস্তবায়নে করণীয় নির্ধারণ ও বাস্তব অগ্রগতি ত্বরান্বিত করতেই আজকের এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। জানা গেছে, বিএসইসি চেয়ারম্যান একাই এই বৈঠকে অংশ নেবেন।

Facebook Comments Box

Posted ১২:৫০ অপরাহ্ণ | সোমবার, ১৯ মে ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com