নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৮ মে ২০২৫ | 175 বার পঠিত | প্রিন্ট
আজ রোববার (১৮ মে) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। দিন শেষে ডিএসইর প্রধান সূচক ২৯ দশমিক ৩৮ পয়েন্ট কমে গেছে। তবে সূচকের নেতিবাচক প্রবণতার মাঝেও লেনদেন টাকার অংকে বেড়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, এদিন মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২৯২ কোটি ৬০ লাখ ৮৫ হাজার টাকা, যা আগের দিনের তুলনায় প্রায় ২৯ কোটি ৮৪ লাখ টাকা বেশি। লেনদেন বৃদ্ধির পেছনে মূল ভূমিকা রেখেছে ‘এ’ ক্যাটাগরির শেয়ারগুলো। কারণ লেনদেন বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৭টিই ছিল ‘এ’ ক্যাটাগরির।
লেনদেন বৃদ্ধিতে এগিয়ে থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে— বীচ হ্যাচারি, সিটি ব্যাংক, এনআরবি ব্যাংক, উত্তরা ব্যাংক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সিটি জেনারেল ইন্স্যুরেন্স এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্স।
বাজার বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বীচ হ্যাচারির শেয়ারে। কোম্পানিটির মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১৪ কোটি ৮৯ লাখ ২ হাজার টাকা।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে সিটি ব্যাংকের, যার পরিমাণ ১৩ কোটি ৮৯ লাখ ৯৯ হাজার টাকা। এরপর রয়েছে এনআরবি ব্যাংক, যার শেয়ার লেনদেন হয়েছে ১২ কোটি ৭০ লাখ ৩৭ হাজার টাকার।
অন্যদিকে উত্তরা ব্যাংকের লেনদেন হয়েছে ৮ কোটি ১ লাখ ৬৮ হাজার টাকার, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৬ কোটি ১৬ লাখ টাকার, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৫ কোটি ৭৫ লাখ ৪০ হাজার টাকার এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৫ কোটি ২৭ লাখ ৭২ হাজার টাকার।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, সূচক পতনের মধ্যেও কিছু কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ থাকায় টাকার অংকে লেনদেন বেড়েছে, যা বাজারে আস্থার ইতিবাচক ইঙ্গিত বহন করে।
প্রয়োজনে এই সংবাদে উপশিরোনাম, তথ্য হাইলাইট বা গ্রাফ যুক্ত করে আরও সমৃদ্ধ করা যেতে পারে। চাইলে তাও করে দিতে পারি।
Posted ১১:৫১ অপরাহ্ণ | রবিবার, ১৮ মে ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.