নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৮ মে ২০২৫ | 268 বার পঠিত | প্রিন্ট
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস রোববার (১৮ মে) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক কমেছে ২৯ দশমিক ৩৮ পয়েন্ট। তবে দরপতনের এই দিনে ৬টি কোম্পানির শেয়ার ছিল ব্যতিক্রম; ক্রেতার চাপ থাকলেও বিক্রেতার অনুপস্থিতিতে এসব শেয়ারে লেনদেন হল্টেড হয়।
স্টকনাও সূত্রে পাওয়া তথ্যমতে, হল্টেড হওয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে:
সোনারগাঁও টেক্সটাইল, প্রাইম ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং, ফিনিক্স ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স এবং বাটা সু।
বাজার বিশ্লেষণে দেখা যায়, সর্বোচ্চ দর বেড়েছে সোনারগাঁও টেক্সটাইলের। কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৭০ পয়সা বা ৯.৭১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩০ টাকা ৫০ পয়সায়।
দ্বিতীয় সর্বোচ্চ বেড়েছে প্রাইম ফাইন্যান্সের শেয়ার দর। এটি ৪০ পয়সা বা ৯.৫২ শতাংশ বেড়ে হয়েছে ৪ টাকা ৬০ পয়সা।
তৃতীয় সর্বোচ্চ দরবৃদ্ধি হয়েছে ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ারে, যার দাম ৩০ পয়সা বা ৯.০৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ টাকা ৬০ পয়সায়।
অন্যদিকে, ফিনিক্স ফাইন্যান্সের দর ৩০ পয়সা বা ৮.৫৭ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের দর ৩০ পয়সা বা ৭.৮৯ শতাংশ এবং বাটা সু কোম্পানির শেয়ার দর ৬১ টাকা ৯০ পয়সা বা ৭.৫০ শতাংশ বেড়েছে।
বাজারসংশ্লিষ্টরা বলছেন, সামগ্রিক বাজারে চাপ থাকলেও কিছু কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীদের আস্থার প্রতিফলনেই এই ব্যতিক্রম দেখা যাচ্ছে। তবে বিক্রেতার অভাব বাজারের স্বাভাবিক গতিপ্রবাহে ব্যাঘাত ঘটাতে পারে বলেও সতর্ক করেছেন বিশ্লেষকরা।
Posted ১১:২০ অপরাহ্ণ | রবিবার, ১৮ মে ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.